Bibhas Adhikary | TET Scam: নিয়োগ দুর্নীতি মামলায় বাড়ি ও আশ্রমে তল্লাশির পরেই CBI-এর তলব, হাজিরা এড়ালেন প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী

Last Updated:

শনিবার সিবিআই আধিকারিকরা পৌঁছে যান বিভাস অধিকারীর নলহাটির বাড়ি ও আশ্রমে। একটি দল অভিযান চালায় কলকাতার একটি ফ্ল্যাটে। ফ্ল্যাটটি তালাবন্ধ থাকায় সিবিআই সেটি সিল করে দেয়। তবে বীরভূমে চলে অভিযান। 

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযানে সামনে এল চাঞ্চল্যকর নথি। সময় নষ্ট না করেই তড়িঘড়ি রবিবারই তলব করা হয়েছিল বীরভূম জেলার নলহাটির বিভাস অধিকারীকে। যদিও সিবিআই সূত্রে দাবি, ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই হাজিরা এড়িয়েছেন তিনি। শনিবার সকাল থেকেই নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা সহ একাধিক জেলায় একযোগে তল্লাশি অভিযানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। একদিকে, এসএসসি নিয়োগ ও অন্যদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৎপরতা সিবিআইয়ের অন্দরে।
শনিবার সিবিআই আধিকারিকরা পৌঁছে যান বিভাস অধিকারীর নলহাটির বাড়ি ও আশ্রমে। একটি দল অভিযান চালায় কলকাতার একটি ফ্ল্যাটে। ফ্ল্যাটটি তালাবন্ধ থাকায় সিবিআই সেটি সিল করে দেয়। তবে বীরভূমে চলে অভিযান।
সিবিআই সূত্রের দাবি, প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একাধিক নথি ও তথ্য বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে থেকেই বেশ কিছু নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি সিবিআইয়ের। তাই জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বিভাস অধিকারীকে। এই কারণে রবিবারই তলব করা হয় তাঁকে। যদিও ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কারণে সময় চেয়েছেন তিনি বলে সিবিআইয়ের দাবি। সোমবার তিনি হাজিরা দিতে পারেন বলে তদন্তকারী সংস্থাকে জানানো হয়েছে বিভাসের তরফে বলে সূত্রের খবর।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘তখন মন্ত্রী সভা ত্য়াগ করেনি কেন?’, জীবনকৃষ্ণ সাহা নিয়ে শুভেন্দু অধিকারীকে পাল্টা তোপ কুণাল ঘোষের!
প্রসঙ্গত, বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন তিনি। সিবিআইয়ের অভিযোগ, বিভিন্ন বেসরকারি ডিএলএইড কলেজের নো অবজেকশন সার্টিফিকেট পাইয়ে দিয়েও টাকার লেনদেন হয়েছে। যা থেকে লাভবান হয়েছেন বিভাস দাবি সিবিআইয়ের। শুধু তাই নয়, অ্যাসোসিয়েশনের সভাপতি হওয়ার সুবাদে তিনি ছিলেন তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ। নিজের পদ ও প্রভাবকে কাজে লাগিয়ে বিভিন্ন ডিএলএইড কলেজের পড়ুয়াদের টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিভাস।
advertisement
আরও পড়ুন: বঙ্গের ৬ জায়গায় হানা সিবিআইয়ের! তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ি থেকে মিলল SSC-র প্রার্থী তালিকা, টাকা লেনদেনের নথি!
এমনকী, টাকার বিনিময়ে চাকরি বিক্রি ও লাভবান হয়েছিলেন বলে দাবি করেছে সিবিআই। এছাড়াও, পড়ুয়া ভর্তির ক্ষেত্রেও টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বলে দাবি সিবিআইয়ের। এমনকি, অন্য অভিযুক্ত কুন্তল ঘোষ, তাপস মণ্ডলকে জেরা করেও তথ্য মিলেছে বিভাসের বিরুদ্ধে। তারই ভিত্তিতে শনিবার অভিযান ও রবিবার তাকে তলব করা হয়েছিল বলেই দাবি সিবিআইয়ের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bibhas Adhikary | TET Scam: নিয়োগ দুর্নীতি মামলায় বাড়ি ও আশ্রমে তল্লাশির পরেই CBI-এর তলব, হাজিরা এড়ালেন প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement