Kunal Ghosh | Suvendu Adhikary: ‘তখন মন্ত্রী সভা ত্যাগ করেনি কেন?’, জীবনকৃষ্ণ সাহা নিয়ে শুভেন্দু অধিকারীকে পাল্টা তোপ কুণাল ঘোষের!
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
নিয়োগ দুর্নীতির তদন্তে শুক্রবার বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেয় সিবিআই। তাঁর শ্বশুর নিতাই সাহার বাড়িতেও চলে তল্লাশি৷
কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। গত শুক্রবারই তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। উদ্ধার হয়েছে প্রার্থী তালিকা, টাকা লেনদেনের নথিও। এই পরিস্থিতিতে তৃণমূলকে তোপ দেগে আবার তীব্র কটাক্ষ করতে শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাঁর অভিযোগ, তৃণমূলের অন্তত ১০০ জন বিধায়ক নিয়োগকাণ্ডে সরাসরি এজেন্টের কাজ করেছেন। এবার তা নিয়ে পাল্টা কথা শোনালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও।
তাঁর মন্তব্য, ‘‘শুভেন্দু যদি এতই জানে, তবে সেদিন দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রী সভা ত্যাগ করেনি কেন? তখন তো জননেত্রী আরও আসন দাও। এখন জেল থেকে বাঁচতে বড় বড় কথা।’’
আরও পড়ুন: বঙ্গের ৬ জায়গায় হানা সিবিআইয়ের! তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ি থেকে মিলল SSC-র প্রার্থী তালিকা, টাকা লেনদেনের নথি!
জীবনকৃষ্ণ সাহা প্রসঙ্গে কুণালের মত, ‘‘সব শুনছি সিবিআই সূত্র। সূত্রের খবর, বলে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। তদন্তে দোষী প্রমাণিত হলে শাস্তি হবে। কিন্তু তার আগেই নেতিবাচক ধারণা তুলে ধরা হচ্ছে। ফিরহাদ হাকিম ঠিকই বলেছেন। এত বড় একটা সিস্টেম চলছে । অনেক ভাল কাজ হচ্ছে। দু একটা খারাপ হলে শাস্তি পাবে৷’’
advertisement
advertisement
নিয়োগ দুর্নীতির তদন্তে শুক্রবার বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেয় সিবিআই। তাঁর শ্বশুর নিতাই সাহার বাড়িতেও চলে তল্লাশি৷ এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছিলেন, বলেন, ‘‘১০০ জন বিধায়ক এজেন্টের কাজ করেছে। অসংখ্য এমএলএ এজেন্টের কাজ করেছে। নিজের পরিবারের লোককে চাকরি দিয়েছে এবং চাকরি বেচেছে। মেধা চুরি হয়েছে। যে দিকে যাচ্ছে, আমার তো মনে হয়, বিধানসভাতে আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে তোলামুলের এমএলএ সংখ্যা ১০০-তে নেমে যাবে।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 16, 2023 4:17 PM IST