Bratya Basu: 'কেন্দ্রের তুলনায় রাজ্যের মূল্যায়ন আরও বেশি উন্নত', পঞ্চম ও অষ্টমে পাশফেল ফেরা নিয়ে মন্তব্য ব্রাত্যর
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
'কেন্দ্রের তুলনায় রাজ্য অনেক বেশি উন্নত'- শিক্ষার অধিকার আইনে কেন্দ্রীয় সরকারের পাস-ফেল ফিরিয়ে আনার প্রসঙ্গে ঠিক এই প্রতিক্রিয়াই দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
কলকাতা: ‘কেন্দ্রের তুলনায় রাজ্য অনেক বেশি উন্নত’- শিক্ষার অধিকার আইনে কেন্দ্রীয় সরকারের পাশ-ফেল ফিরিয়ে আনার প্রসঙ্গে ঠিক এই প্রতিক্রিয়াই দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সমাজ মাধ্যমে পোস্ট করে এইদিন সে কথাই জানান রাজ্যের শিক্ষামন্ত্রী। নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্টে তিনি লেখেন, ” ২০১৯ সালের রাজ্যে পাশ ফেল ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছিল। ২০১৯ সালের ১ নভেম্বর গেজেট নোটিফিকেশন করে রাজ্য জানিয়ে দিয়েছিল পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণীতে প্রত্যেক শিক্ষাবর্ষে মূল্যায়ন করা হবে পড়ুয়াদের। মূল্যায়ন বা পরীক্ষা নেবার পর যদি সে অকৃতকার্য হয় তাহলে ফের তাকে পুনর্মূল্যায়ন করা হবে। সেই সময় স্কুল তাকে সহযোগিতা করবে। পুনর্মূল্যায়নেও যদি সে অকৃতকার্য হয় তাহলে এক বছরের জন্য সেই ক্লাসেই থাকবে। তবে কোন পড়ুয়াকে স্কুল থেকে বহিষ্কার করা যাবে না। এই মর্মে রাজ্য সরকার ২০১৯ সালের নভেম্বর মাসেই গেজেট নোটিফিকেশন করে ২০২০ সাল থেকেই তা কার্যকরী করে।”
— Bratya Basu (@basu_bratya) December 23, 2024
advertisement
প্রসঙ্গত, পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে ফের পাশ-ফেল ফেরাতে চলেছে কেন্দ্র। শিক্ষা মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে সে কথাই জানানো হয়েছে, পঞ্চম এবং অষ্টম শ্রেণির কোনও পড়ুয়া পরীক্ষায় সফল না-হলে তাকে ফের সুযোগ দেওয়া হবে। ফলাফল বেরোনোর পর দু’মাসের মধ্যে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবে অকৃতকার্য হওয়া পড়ুয়া।
advertisement
দ্বিতীয় পরীক্ষাতেও কোনও পড়ুয়া সফল না-হলে তাকে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে না বলে শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 23, 2024 8:49 PM IST