Firhad Hakim: ২০২৬ সালে ক'টা সিট পেতে চলেছে তৃণমূল? মন্ত্রীর দাবি শুনলে ঘুম উড়ে যাবে বিজেপির
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Firhad Hakim: ফিরহাদ হাকিম বলেন, ‘আম্বেদকরের নাম নিয়ে অপমান করেছেন। আসলে ভারতের সংবিধানকে অপমান করেছেন। সংবিধানকে কটুক্তি করে কীভাবে সে ক্যাবিনেটে থাকে। ৭২ দিন জেলে থাকার পরে সে বেরিয়ে আসে।'
কলকাতাঃ গত সপ্তাহতে সংসদে বক্তব্য রাখার সময় কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে অমিত শাহ বি আর আম্বেদকরকে নিয়েই বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর করে চিৎকার করাটা এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে৷ এত বার ভগবানের নাম নিলে স্বর্গে ঠাঁই পাওয়া যায়৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে লোকসভা এবং রাজ্যসভা৷ এই মন্তব্যের প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী-মেয়র ফিরহাদ হাকিম৷
আরও পড়ুনঃ বাজারে দেদার বিকোচ্ছে নকল ডিম! কী ভাবে চিনবেন আসল? জাস্ট এক মিনিটে বুঝে নিন এই ভাবে! বিপদের আর শেষ থাকবে না কিন্তু
ফিরহাদ হাকিম বলেন, ‘আম্বেদকরের নাম নিয়ে অপমান করেছেন। আসলে ভারতের সংবিধানকে অপমান করেছেন। সংবিধানকে কটুক্তি করে কীভাবে সে ক্যাবিনেটে থাকে। ৭২ দিন জেলে থাকার পরে সে বেরিয়ে আসে। ওই দলে ধর্ষণকারীদের মালা পরিয়ে বার করা হয়। বাবাসাহেব এদের চেয়ে অনেক উপরে। এই বিশ্বাস আছে মানুষের ওপর।’
advertisement
তিনি আরও বলেন, ‘দলিত তাস খেলে ভোটের স্বার্থে। ওরা দেশ বেচে খালি। করপোরেটদের পিছনে থাকে। বিজেপি বিধায়কদের আমাকে বলে লাভ নেই। কে শাসন সত্যি কারের চালাচ্ছে। আমার পপুলারিটিকে ভয় পায়। আসলে আমাকে নিয়ে বললে ওদের সুবিধা হয়। পিছিয়ে পড়া মানুষের স্বার্থে আমি লড়াই করব। আমাকে ওই সব বলে লাভ নেই। দেশ রক্ষা করতে পারছেন না। এর সবচেয়ে বড় প্রমাণ হল, টেররিস্টদের ঢোকানো। আসলে বাংলায় ঢুকিয়ে বাংলাকে অপমান করে।’
advertisement
advertisement
আরও পড়ুনঃ ডায়াবেটিসের যম বাড়ির বাগানের এই ফল! পালাবার পথ খুঁজে পাবেনা ব্লাড সুগার, জেনে নিন বিশেষজ্ঞের মত
ফিরহাদ হাকিমের কথায়, ‘অমিত শাহ দেশ সেবা নয় করপোরেট সেবা করতে এসেছে। ইলেকশন কমিশন ও পাসপোর্ট যেন আরও চেক করতে বলব। সংখ্যালঘু মানে যারা পিছিয়ে পরা। এদের এগিয়ে নিয়ে আসতে হবে। তাঁদের এগোতে বলা অপরাধ নয়। আমি তাই এদের পরিষেবা দিই। এদের এগোনো আমাদের ধর্ম। কাজ করব ভোট এমনি পাব। ২০২৬ সালে ২৬০ সিট পাব।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 23, 2024 6:07 PM IST