Firhad Hakim: ২০২৬ সালে ক'টা সিট পেতে চলেছে তৃণমূল? মন্ত্রীর দাবি শুনলে ঘুম উড়ে যাবে বিজেপির

Last Updated:

Firhad Hakim: ফিরহাদ হাকিম বলেন, ‘আম্বেদকরের নাম নিয়ে অপমান করেছেন। আসলে ভারতের সংবিধানকে অপমান করেছেন। সংবিধানকে কটুক্তি করে কীভাবে সে ক্যাবিনেটে থাকে। ৭২ দিন জেলে থাকার পরে সে বেরিয়ে আসে।'

বিজেপিকে চ্যালেঞ্জ ফিরহাদের
বিজেপিকে চ্যালেঞ্জ ফিরহাদের
কলকাতাঃ গত সপ্তাহতে সংসদে বক্তব্য রাখার সময় কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে অমিত শাহ বি আর আম্বেদকরকে নিয়েই বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর করে চিৎকার করাটা এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে৷ এত বার ভগবানের নাম নিলে স্বর্গে ঠাঁই পাওয়া যায়৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে লোকসভা এবং রাজ্যসভা৷ এই মন্তব্যের প্রতিবাদ করেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। এবার এই ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী-মেয়র ফিরহাদ হাকিম৷
আরও পড়ুনঃ বাজারে দেদার বিকোচ্ছে নকল ডিম! কী ভাবে চিনবেন আসল? জাস্ট এক মিনিটে বুঝে নিন এই ভাবে! বিপদের আর শেষ থাকবে না কিন্তু
ফিরহাদ হাকিম বলেন, ‘আম্বেদকরের নাম নিয়ে অপমান করেছেন। আসলে ভারতের সংবিধানকে অপমান করেছেন। সংবিধানকে কটুক্তি করে কীভাবে সে ক্যাবিনেটে থাকে। ৭২ দিন জেলে থাকার পরে সে বেরিয়ে আসে। ওই দলে ধর্ষণকারীদের মালা পরিয়ে বার করা হয়। বাবাসাহেব এদের চেয়ে অনেক উপরে। এই বিশ্বাস আছে মানুষের ওপর।’
advertisement
তিনি আরও বলেন, ‘দলিত তাস খেলে ভোটের স্বার্থে। ওরা দেশ বেচে খালি। করপোরেটদের পিছনে থাকে। বিজেপি বিধায়কদের আমাকে বলে লাভ নেই। কে শাসন সত্যি কারের চালাচ্ছে। আমার পপুলারিটিকে ভয় পায়। আসলে আমাকে নিয়ে বললে ওদের সুবিধা হয়। পিছিয়ে পড়া মানুষের স্বার্থে আমি লড়াই করব। আমাকে ওই সব বলে লাভ নেই। দেশ রক্ষা করতে পারছেন না। এর সবচেয়ে বড় প্রমাণ হল, টেররিস্টদের ঢোকানো। আসলে বাংলায় ঢুকিয়ে বাংলাকে অপমান করে।’
advertisement
advertisement
আরও পড়ুনঃ ডায়াবেটিসের যম বাড়ির বাগানের এই ফল! পালাবার পথ খুঁজে পাবেনা ব্লাড সুগার, জেনে নিন বিশেষজ্ঞের মত
ফিরহাদ হাকিমের কথায়, ‘অমিত শাহ দেশ সেবা নয় করপোরেট সেবা করতে এসেছে। ইলেকশন কমিশন ও পাসপোর্ট যেন আরও চেক করতে বলব। সংখ্যালঘু মানে যারা পিছিয়ে পরা। এদের এগিয়ে নিয়ে আসতে হবে। তাঁদের এগোতে বলা অপরাধ নয়। আমি তাই এদের পরিষেবা দিই। এদের এগোনো আমাদের ধর্ম। কাজ করব ভোট এমনি পাব। ২০২৬ সালে ২৬০ সিট পাব।’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim: ২০২৬ সালে ক'টা সিট পেতে চলেছে তৃণমূল? মন্ত্রীর দাবি শুনলে ঘুম উড়ে যাবে বিজেপির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement