Kolkata Metro: কদিন ধরেই কু ডাকছিল মন, বুধবার রাতে আঁতকে উঠল বউবাজার! কী ঘটেছিল ঠিক?

Last Updated:

Kolkata Metro: ২০১৯ সালের ৩১ অগস্ট, বউবাজারের বি বি গাঙ্গুলী স্ট্রিট, বউবাজার স্ট্রিট, দুর্গা পিতুরি লেন, স্যাঁকরা পাড়া লেনের বাসিন্দারা উদ্বাস্তু বা ঘরছাড়া হয়েছিলেন।

ভয়াবহ অবস্থা বউবাজারে
ভয়াবহ অবস্থা বউবাজারে
#কলকাতা: গত কয়েকদিন ধরেই মন কু ডাকছিল। বুধবার রাতে সেটাই সত্যি প্রমাণিত হল। আবারও প্রায় তিন বছর আগেকার স্মৃতি ফিরে এল বউবাজারে। একের পর এক বাড়িতে বড়সড় ফাটল, যে কোনও সময় বাড়ি পুরো ভেঙে পড়ার আশঙ্কায় আবারও ঘরছাড়া অনেকেই। হাতের সামনে যেটুকু দামী জিনিস, প্রয়োজনীয় জিনিস নিয়ে পড়িমরি পালাতে বাধ্য হন অনেকেই। অনেকেরই আশ্রয় হয়েছে আবারও হোটেলে। ২০১৯ সালের ৩১ অগস্ট, বউবাজারের বি বি গাঙ্গুলী স্ট্রিট, বউবাজার স্ট্রিট, দুর্গা পিতুরি লেন, স্যাঁকরা পাড়া লেনের বাসিন্দারা উদ্বাস্তু বা ঘরছাড়া হয়েছিলেন।
মেট্রো রেলের কাজের জন্য একের পর এক বাড়িতে বিশাল ফাটল,বাড়ি হেলে পড়েছিল। আতঙ্ক,ভয়ে ঘরছাড়া হয়েছিলেন অনেকেই।
আবারও দুঃস্বপ্নের স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে প্রত্যেককে।
advertisement
রিনা চক্রবর্তী, ৭২ বছর বয়স। ২ বছর ৯ মাস  আগের সেই ভয়াল, করাল স্মৃতি আবারও বৃদ্ধাকে তাড়িয়ে বেড়াচ্ছে। পণ করেছেন এবার আর শ্বশুরবাড়ির ভিটে ছাড়বেন না। আর কত আতঙ্কে দিন কাটাতে হবে। রিনা দেবী জানাচ্ছেন, "মানুষ একবার,দুবার ভয় পেতে পারে, কিন্তু আমরা যেভাবে দিনের পর দিন আতঙ্কে এখানে বাস করছি, তা একমাত্র আমরাই জানি। তিন বছর আগে যেভাবে ঘরছাড়া ছাড়া হয়েছিলাম, সেই দুঃস্বপ্ন এখনও তাড়া করে বেড়ায়। মেট্রো রেল কোনরকম ভাবে বাড়ি সারিয়েছিল,তারপর থেকে প্রতি রাতে বাড়ি কাঁপতে থাকে  গাড়ি গেলেই, আর বাড়ির সর্বত্র ফাটল বেড়েই চলেছে।  বারবার মেট্রোকে বলেও কোনও লাভ হয় নি। স্থানীয় কাউন্সিলর,কলকাতা পুরসভার কাছে দরবার করেছি, আর কার কাছে যাবো? তবে মেট্রো রেলের একটা অফিস আমাদের বউবাজারে রয়েছে, সেখানে কতবার গিয়ে বলেছি, তাও কোনো সুরাহা হয়নি।  আতঙ্ক নিয়েই আমাদের দিন কাটাতে হবে। "
advertisement
৯৫ নম্বর বি বি গাঙ্গুলী স্ট্রিটের বাসিন্দা অশোক দাস এখনও আতঙ্কিত। তার কথায়," আর কতদিন এইরকম ভয় নিয়ে দিন কাটাতে হবে, জানি না। দুঃস্বপ্ন তাড়া করে বেড়ায় প্রতিদিন। মেট্রো রেলের কাছে বারবার আবেদন-নিবেদন করেও কোনও কাজ হয়নি। আমাদের মতন অসহায় পরিবার গুলোর পাশে কেউ কি দাঁড়াবে না! " আর এটাই প্রশ্ন বউবাজারের বাকি বাসিন্দাদেরও। সকাল থেকেই নেতা মন্ত্রী পুলিশের আনাগোনা, তবু সুদিন কি ফিরবে বউবাজারের?  অনেক প্রতিশ্রুতির বন্যা বয়ে গেছে, তবু বউবাজার রয়ে গেছে সেই বউবাজারেই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: কদিন ধরেই কু ডাকছিল মন, বুধবার রাতে আঁতকে উঠল বউবাজার! কী ঘটেছিল ঠিক?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement