Mamata Banerjee: বাংলায় হবে আরও অনেক জেলা? জানিয়ে দিলেন মমতা! সমস্যা শুধু একটি বিষয়
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও ঘোষণা, আরও ডব্লিউবিসিএস অফিসারদের জেলাশাসকদের পদে নিযুক্ত করা হবে। ডব্লিউবিসিএস অফিসার, জেলাশাসকদের এবং এসডিও-দের সমান স্পেশ্যাল অ্যালাউয়েন্স দেওয়া হবে।
#কলকাতা: পশ্চিমবঙ্গে কি যুক্ত হতে চলেছে আরও জেলা? সেই সম্ভাবনার কথাই শোনালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবনির্মিত টাউন হলের উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী বলেন, ''আমরা Wbcs অফিসারদের জন্য জয়েন্ট, অ্যাডিশনাল সেক্রেটারির পোস্ট বাড়িয়েছি। আরও নতুন করে wbcs -এর কোটা বাড়াতে হবে। দরকার হলে আমরা জেলা বাড়াব। আইএএস অফিসারদের সংখ্যাও বেড়েছে।''
এরপরই মুখ্যমন্ত্রীর সংযোজন, ''কিন্তু প্রয়োজন মত আমরা সব পাচ্ছি না। তাই আমরা জেলা বাড়াতে পারছি না। আমরা জেলা বাড়াতে চাই। চাকরি জীবনের শেষ দিকে যখন আপনারা যাচ্ছিলেন, তখন আপনাদের ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে বলে শুনলাম। ইনক্রিমেন্ট-এর ঊর্ধ্বসীমাতে পৌঁছানোর পর ১০ হাজার টাকা করে ইনক্রিমেন্ট পাবেন।''
মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও ঘোষণা, আরও ডব্লিউবিসিএস অফিসারদের জেলাশাসকদের পদে নিযুক্ত করা হবে। ডব্লিউবিসিএস অফিসার, জেলাশাসকদের এবং এসডিও-দের সমান স্পেশ্যাল অ্যালাউয়েন্স দেওয়া হবে। ডব্লিউবিসিএস অফিসাররা চাকরি থাকাকালীন মাইনের স্কেলের ঊর্ধ্বসীমায় পৌঁছে গেলে ১০ হাজার টাকা করে স্পেশাল অ্যালাউয়েন্স পাবেন। ডব্লিউবিসিএস অফিসারদের বিভাগীয় প্রধান সেক্রেটারি পদে নিযুক্ত করা হবে। ডব্লিউবিসিএস অফিসারদের জন্য প্রতি বছর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হবে।''
advertisement
advertisement
ডব্লিউবিসিএস অফিসারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ''আপনারাই সরকারের আসল মুখ। অনেকেই অনেক পোস্টে কাজ করেন। আপনাদের মধ্যে অনেকে ভালো কাজ করছেন। তিনজন ডিএম খুব ভালো কাজ করেছেন। আজ ২৩ টি জেলা। আগামী দিনে ৪৬ টি জেলা হতে পারে। বিহারকে দেখুন। ওদের কত গুলো জেলা। আমাকে ভাগ করতে গেলে আমার কর্মী সংখ্যা চাই। পরিকাঠামো থাকলেও অফিসার নেই।''
advertisement
এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। বলেন, ''Wbcs অফিসারদের যারা সিনিয়র মোস্ট সেক্রেটারি হিসেবে কাজ করছেন, তাদের বিভাগীয় সেক্রেটারি করা হবে। আমি ঘোষণা করছি। আইএএস-wbcs অফিসারদের মধ্যে যাতে কোনও বৈষম্য না হয়। wbcs-অফিসার দের প্রতি বছর হেলথ চেক আপ করা হবে।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 12, 2022 2:07 PM IST