Bjp Rajya Sabha Candidate: তৃণমূলের পর এবার বিজেপি, রাজ্যসভায় প্রার্থী ঘোষণা! কে হলেন প্রার্থী? চেনা মুখেই ভরসা
- Written by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Bjp Rajya Sabha Candidate: ভোটের আগেই রাজ্যসভা নির্বাচনে নিজেদের প্রার্থী তালিকায় বড় চমক দিল তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূলের এক্স হ্যান্ডলে প্রার্থীদের নাম জানানো হয়েছে।
কলকাতা: তৃণমূলের পর এবার বিজেপি। রাজ্যসভায় এ রাজ্য থেকে প্রার্থী ঘোষণা করল বিজেপি। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্যকে প্রার্থী করল পদ্ম শিবির। আজই রাজ্যসভায় চারজন প্রার্থীর নাম চূড়ান্ত করে তৃণমূল কংগ্রেস। সন্ধেয় প্রার্থী ঘোষণা করল বিজেপিও। বাংলা থেকে দলের কাছে, বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ। বাংলার মানুষ আমাদের সেই সংখ্যা দিয়েছে, যে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হচ্ছেন।” এর আগে বিধায়কও ছিলেন শমীক বাবু। এদিকে, উত্তর প্রদেশ থেকে বিজেপি প্রার্থী করেছে চৌধুরী তেজবীর সিং, সন্ধ্যা সিং, অমরপাল মৌর্য, সঙ্গীতা বলবন্ত, নবীন জৈন ও উত্তরাখণ্ড থেকে প্রার্থী করা হয়েছে মহেন্দ্র ভাটকে।
প্রসঙ্গত, ভোটের আগেই রাজ্যসভা নির্বাচনে নিজেদের প্রার্থী তালিকায় বড় চমক দিল তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূলের এক্স হ্যান্ডলে প্রার্থীদের নাম জানানো হয়েছে। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে। এ বারের তালিকায় স্থান পাননি রাজ্যসভার পুরনো তিন জন সাংসদ। শুধুমাত্র নাদিমুল হককেই আবারও প্রার্থী করা হয়েছে। বিশিষ্ট সাংবাদিক সাগরিকা ঘোষ, প্রাক্তন সাংসদ মতুয়া মহাসংঘের সভাপতি মমতাবালা ঠাকুর, সুস্মিতা দেব এবং মহম্মদ নাদিমুল হককে প্রার্থী করা হয়েছে এবার।
advertisement
advertisement
উল্লেখযোগ্য ভাবে, রাজ্যসভায় এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করল তিন মহিলাকে। তালিকায় সাংবাদিক সাগরিকা ঘোষ। তালিকায় আছেন মমতা বালা ঠাকুর ও সুস্মিতা দেব। এর মধ্যে মমতা বালা ঠাকুর ও সুস্মিতা দেব উভয়েই সাংসদ হিসাবে কাজ করেছেন। লোকসভায় কাজের অভিজ্ঞতা আছে। এছাড়া সুস্মিতা দেব রাজ্যসভাতেও তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
advertisement
আশ্চর্যজনক ভাবে এই তালিকায় নাম নেই শান্তনু সেনের। বাদ গেলেন আবীর রঞ্জন বিশ্বাস ও শুভাশিস চক্রবর্তীও। তিন মহিলা ছাড়াও এবার প্রার্থী করা হয়েছে নাদিমুল হককে। এবার তার মেয়াদ শেষ হচ্ছে। এদিকে, প্রার্থী তালিকায় চমক দিল বিজেপিও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 11, 2024 8:26 PM IST










