Dev Tmc Controversy: দেবের সঙ্গে মমতা-অভিষেকের বৈঠক, বড় সিদ্ধান্ত তৃণমূলে! প্রার্থী হওয়া এবার নিশ্চিত?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Dev Tmc Controversy: শনিবার, প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই দেবের নিয়ে চলা গুঞ্জনে কার্যত ইতি ঘটে।
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবের বৈঠকের পরই ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল শঙ্কর দলুইকে। নতুন চেয়ারম্যান হলেন রাধাকান্ত মাইতি। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর নিয়ে বৈঠকের দিনেই শঙ্কর দোলুইকে কালীঘাটের বাড়িতেও সতর্ক করা হয়েছিল। এবার দেবকে নিয়ে টালবাহানা তৈরি হওয়ার পর মমতা ও অভিষেকের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার একদিন কাটতে না কাটতেই ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল শঙ্কর দলুইকে।
শনিবার, প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই দেবের নিয়ে চলা গুঞ্জনে কার্যত ইতি ঘটে। গত কয়েক দিন ধরে চলা জল্পনায় ইতি টেনে দেব কার্যত বুঝিয়ে দেন, আগামী লোকসভা নির্বাচনে দলের অনুরোধ মেনে সম্ভবত প্রার্থী হচ্ছেন তিনি৷
advertisement
আরও পড়ুন: রাজ্যসভার প্রার্থী তালিকায় বড় চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! টার্গেট দুই ‘ম’! বাদ গেল বড় নামও
advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর শনিবার হাসপাতালে অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে যান দেব৷ হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিককদের প্রশ্নের উত্তরে দেব বলেন, ‘এর আগের দিনও আমি বলেছিলাম যে, আমি চাইলেই যে বেরিয়ে যাব, বা ভোটে দাঁড়াবো না, সেটা হবে না৷ দিদির মতামতও খুব গুরুত্বপূর্ণ৷ তবে আজকে একটা কথাই বলব, ‘আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না।’
advertisement
শাসক দলের সূত্রে দাবি, শনিবার বৈঠকে দেব অভিষেককে জানান, প্রার্থী হওয়ার বিষয়ে দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে৷ তবে বৈঠক নিয়ে সরকারি ভাবে দেব অথবা অভিষেক, কেউই মুখ খোলেননি৷ ক্যামাক স্ট্রিটে অভিষেকের সঙ্গে বৈঠকের পর কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন দেব৷ তৃণমূল সূত্রে খবর, সাংসদ হিসেবে কাজ করতে গিয়ে দলীয় স্তরে কী সমস্যা হচ্ছে, তা দেবের থেকে বিশদে জানতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ সেই সমস্ত সমস্যা সমাধানেও আশ্বাস দেন তিনি৷ এর পরেই কিছুটা নমনীয় হন দেব৷ আর সেই বৈঠকের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ঘাটাল সাংগঠনিক জেলা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল তৃণমূল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2024 5:21 PM IST