Tmc Rajya Sabha Candidate: রাজ্যসভার প্রার্থী তালিকায় বড় চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! টার্গেট দুই 'ম'! বাদ গেল বড় নামও

Last Updated:

Tmc Rajya Sabha Candidate: রাজ্যসভায় এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করল তিন মহিলাকে। তালিকায় সাংবাদিক সাগরিকা ঘোষ। তালিকায় আছেন মমতা বালা ঠাকুর ও সুস্মিতা দেব।

চারে চমক!
চারে চমক!
কলকাতা: লোকসভা ভোটের আগেই রাজ্যসভা নির্বাচনে নিজেদের প্রার্থীতালিকায় বড় চমক দিল তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূলের এক্স হ্যান্ডলে প্রার্থীদের নাম জানানো হয়েছে। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে। এ বারের তালিকায় স্থান পাননি রাজ্যসভার পুরনো তিন জন সাংসদ। শুধুমাত্র নাদিমুল হককেই আবারও প্রার্থী করা হয়েছে। বিশিষ্ট সাংবাদিক সাগরিকা ঘোষ, প্রাক্তন সাংসদ মতুয়া মহাসংঘের সভাপতি মমতাবালা ঠাকুর, সুস্মিতা দেব এবং মহম্মদ নাদিমুল হককে প্রার্থী করা হয়েছে এবার।
উল্লেখযোগ্য ভাবে, রাজ্যসভায় এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করল তিন মহিলাকে। তালিকায় সাংবাদিক সাগরিকা ঘোষ। তালিকায় আছেন মমতা বালা ঠাকুর ও সুস্মিতা দেব। এর মধ্যে মমতা বালা ঠাকুর ও সুস্মিতা দেব উভয়েই সাংসদ হিসাবে কাজ করেছেন। লোকসভায় কাজের অভিজ্ঞতা আছে। এছাড়া সুস্মিতা দেব রাজ্যসভাতেও তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
advertisement
advertisement
আশ্চর্যজনক ভাবে এই তালিকায় নাম নেই শান্তনু সেনের। বাদ গেলেন আবীর রঞ্জন বিশ্বাস ও শুভাশিস চক্রবর্তীও। তিন মহিলা ছাড়াও এবার প্রার্থী করা হয়েছে নাদিমুল হককে। এবার তার মেয়াদ শেষ হচ্ছে।
প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পিছনে মহিলা ভোটব্যাঙ্কের একটা বড় ভূমিকা ছিল। তাই লোকসভা ভোটের আগে রাজ্যসভাতেও মহিলা মুখকেই প্রাধান্য দিলেন তিনি। অন্যদিকে, মমতাবালাকে প্রার্থী করেও লোকসভা ভোটের আগে মতুয়া সমাজেকে বড় বার্তা দিল তৃণমূল। ২০১৯ সালে মতুয়ারা পুরোপুরি বিজেপির দিকে ঝুঁকে পড়েছিলেন। ২০২১ সালে তাতে থাবা বসিয়েছিল তৃণমূল। এবার লোকসভা নির্বাচনে মতুয়ারা কোন পথে হাঁটেন, সেদিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল। সেই মতুয়া ভোট নিজের দিকে ধরে রাখতেই মমতাবালাকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল। পুরনোদের মধ্যে রাজ্যসভায় মনোনয়ন পাননি দক্ষিণ ২৪ পরগনা জেলা (সদর) তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তী, আবীররঞ্জন বিশ্বাস এবং শান্তনু সেন। এ বারের রাজ্যসভা ভোটে চার আসনে তৃণমূল প্রার্থীদের জয় নিশ্চিত।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tmc Rajya Sabha Candidate: রাজ্যসভার প্রার্থী তালিকায় বড় চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! টার্গেট দুই 'ম'! বাদ গেল বড় নামও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement