Sandeshkhali CPIM Leader detained: সন্দেশখালি কাণ্ডে এবার গ্রেফতার CPIM নেতা! ‘অশান্তি’র নেপথ্যে কি ইনিই, সামনে এল বিস্ফোরক অভিযোগ

Last Updated:

গত শনিবার অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা উত্তম হাজরা পুলিশের জালে ধরা পড়লেও এখনও অধরা আরেক অভিযুক্ত শিবু হাজরা৷ শিবুর মতোই এখনও খোঁজ নেই সন্দেশখালির আর এক তৃণমূল নেতা শেখ শাহজাহানেরও৷ উত্তম এবং শিবু দু জনেই শাহজাহানের ঘনিষ্ঠ বলেই দাবি সন্দেশখালির বাসিন্দাদের৷

সন্দেশখালি: গত কয়েকদিন ধরেই বিক্ষোভে মিছিলে রীতিমতো উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগণার সন্দেশখালি৷ যে দুই তৃণমূল নেতার বিরুদ্ধে সন্দেশখালিতে আছড়ে পড়েছিল জনরোষ, তাদের মধ্যে অন্যতম উত্তম সর্দারকে গত শনিবারই গ্রেফতার করেছে পুলিশ৷ এ দিন দুপুরেই উত্তম সর্দারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছিল দল৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই উত্তমকে গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ৷ আর গতকালের পরে আজ গ্রেফতার হলেন আরও এক রাজনৈতিক নেতা৷
সূত্রের খবর, সন্দেশখালির সিপিআইএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ। সন্দেশখালি থানা ও বাঁশদ্রোণী থানা যৌথভাবে এদিন নিরাপদ সর্দারের বাঁশদ্রোণীর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে। এই মুহূর্তে বাঁশদ্রোণী থানায় রাখা হয়েছে তাঁকে।
সিপিআইএম দলের সূত্রে খবর, নিরাপদকে আটক করার পরে বাঁশদ্রোণী থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন সিপিআইএমের কর্মী সমর্থকেরা ৷
advertisement
advertisement
অভিযোগ, সন্দেশখালির গ্রামবাসীদের ‘উস্কানি’ দিয়ে আন্দোলন করিয়েছেন এই নিরাপদ সর্দারই। শিবু হাজরা যে, ১১৭ জনের নামে অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের এক নম্বরেই নাম ছিল এই নিরাপদ সর্দারের।
আরও পড়ুন: ব্যাগে চা-বিস্কুট নিয়ে সাত-সকালে মা উড়ালপুলে উঠে পড়ল যুবক..তারপরেই শুরু হল কান্নাকাটি
গত শনিবার অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা উত্তম হাজরা পুলিশের জালে ধরা পড়লেও এখনও অধরা আরেক অভিযুক্ত শিবু হাজরা৷ শিবুর মতোই এখনও খোঁজ নেই সন্দেশখালির আর এক তৃণমূল নেতা শেখ শাহজাহানেরও৷ উত্তম এবং শিবু দু জনেই শাহজাহানের ঘনিষ্ঠ বলেই দাবি সন্দেশখালির বাসিন্দাদের৷
advertisement
শনিবার অবশ্য উত্তম সর্দারের পাশাপাশি স্থানীয় বিজেপি নেতা বিকাশ সিংহকেও গ্রেফতার করেছে পুলিশ৷ তিনি বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার অবর্জাভার পদে রয়েছেন৷ সন্দেশখালিতে অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে ওই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷
গত কয়েকদিন ধরেই শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা উত্তর সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিয়েছে সন্দেশখালি৷ অভিযুক্ত দুই নেতা যথাক্রমে সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি৷ পাশাপাশি, তাঁরা জেলা পরিষদের সদস্যও৷ যদিও শিবু হাজরার বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি তৃণমূল৷
advertisement
আরও পড়ুন: বার বিজেপির বিরুদ্ধে রাজ্য সঙ্গীত অবমাননার অভিযোগ! স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল
দুই নেতার বিরুদ্ধেই আদিবাসী সহ স্থানীয় গ্রামবাসীদের জমি দখল, মহিলাদের উপরে অত্যাচার সহ একাধিক অভিযোগ রয়েছে৷ ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেয় যে দুই নেতার পোলট্রি ফার্ম, বাগান বাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা৷ পাল্টা বিক্ষোভকারীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷ পরিস্থিতি সামাল দিতে আজ থেকে সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি হয়েছে৷
advertisement
গত বুধবার উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়েছিল সন্দেশখালিতে৷ সেই সময় উত্তম সর্দারকে মারমুখী জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ৷ অভিযোগ এর পর থেকেই খোঁজ ছিল না ওই তৃণমূল নেতার৷ শেষ পর্যন্ত অবশ্য উত্তমকে গ্রেফতার করল পুলিশ৷
সন্দেশখালি , অনুপম সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Sandeshkhali CPIM Leader detained: সন্দেশখালি কাণ্ডে এবার গ্রেফতার CPIM নেতা! ‘অশান্তি’র নেপথ্যে কি ইনিই, সামনে এল বিস্ফোরক অভিযোগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement