West Bengal Assembly: এবার বিজেপির বিরুদ্ধে রাজ্য সঙ্গীত অবমাননার অভিযোগ! স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল

Last Updated:

তৃণমূলের অভিযোগ, এখানেই শেষ নয়, রাজ্য বাজেট পাঠে আগে রাজ্য সঙ্গীতেরও অবমাননা করেন বিরোধী বিধায়কেরা৷ শুক্রবার এই অভিযোগে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনে সরকার পক্ষ।

কলকাতা: গত বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ কিন্তু, বাজেট পাঠ করার সঙ্গে সঙ্গে অধিবেশন কক্ষে তুমুল হইচই করতে শুরু করে দেন বিজেপি বিধায়কেরা৷ বার বার বাজেট পাঠ করতে করতে হোঁচট খেতে হয় চন্দ্রিমাকে৷ এক সময় উঠে দাঁড়িয়ে মাইকে বিরোধীদের উদ্দেশে পাল্টা মন্তব্য করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কেও৷ বলে ওঠেন, ‘‘এটা বিজেপির কার্যালয় নয়, এটা বিধানসভা৷’’
তৃণমূলের অভিযোগ, এখানেই শেষ নয়, রাজ্য বাজেট পাঠে আগে রাজ্য সঙ্গীতেরও অবমাননা করেন বিরোধী বিধায়কেরা৷ শুক্রবার এই অভিযোগে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনে সরকার পক্ষ।
আরও পড়ুন:ফের ৪% DA বাড়াল রাজ্য…কবে থেকে বাড়তি বেতন? কত টাকাই বা বেশি বেতন পাবেন বাংলার সরকারি কর্মীরা?
সেই প্রস্তাবে লেখা হয়, ‘‘রাজ্য সঙ্গীতের অবমাননা করা হয়েছে। গতকাল বাজেট পেশের আগে অবমাননা করা হয়। রাজ্য সঙ্গীত চলার সময়ে বিষয়টি এড়িয়ে যান বিরোধী বিধায়কেরা। এরপর শুরু করন জাতীয় সঙ্গীত।’’
advertisement
advertisement
আরও পড়ুন:সিভিক ভলান্টিয়ারদের জন্য জোড়া সুখবর! বাড়ছে ভাতা…সঙ্গে সুবিধা আরও এক! ঘোষণা রাজ্য বাজেটে
এই প্রস্তাব খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। গত ২৯ নভেম্বর বিধানসভায় বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই সময় শাসক শিবির জাতীয় সঙ্গীত ধরে। কিন্তু গান শুরু হলেও বিজেপি বিধায়করা স্লোগান থামাননি। এর পর জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে বলে হাইকোর্টে যায় তৃণমূল।
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Assembly: এবার বিজেপির বিরুদ্ধে রাজ্য সঙ্গীত অবমাননার অভিযোগ! স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement