Civic Volunteer Pay Hike: সিভিক ভলান্টিয়ারদের জন্য জোড়া সুখবর! বাড়ছে ভাতা...সঙ্গে সুবিধা আরও এক! ঘোষণা রাজ্য বাজেটে

Last Updated:

এদিন ডিসেম্বর মাসের পরে ফের রাজ্য বাজেট পেশের সময়েও সরকারি কর্মীদের বেতন ৪ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করল সরকার৷ এদিন বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্তমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷

কলকাতা: চব্বিশের লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে কার্যত কল্পতরুর ভূমিকায় উত্তীর্ণ হয়েছে রাজ্যের তৃণমূল সরকার৷ ডিসেম্বরের পরে এদিন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বাড়তি ৪ শতাংশ হারে ডিএ অর্থাৎ, মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ পাশাপাশি, মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ৫০০ থেকে বাড়িয়ে করা হয়েছে ১০০০ টাকা৷ অন্যদিকে, জনজাতি মহিলাদের জন্য ভাতা বাড়িয়ে করা হয়েছে ১২০০ টাকা।
তবে, এর মাঝেই বিরাট সুখবর এসেছে রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্যেও৷ বৃহস্পতিবার রাজ্য বাজেট ঘোষণার সময় সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়ানো হয়েছে ১০০০টাকা৷
আরও পড়ুন: ফের ৪ শতাংশ DA বাড়ালেন মমতা..রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! কবে থেকে নতুন বেতন?
এই ভাতা বৃদ্ধির জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। পাশাপাশি,  এখন থেকে রাজ্য পুলিশের ২০ শতাংশ চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলান্টিয়ারদের জন্য, যা এত দিন ১০ শতাংশ ছিল। ঘোষণা করলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘আমি থাকি বা না থাকি…,’ লোকসভায় দাঁড়িয়ে ফের জল্পনা উস্কে দিলেন দেব, তবে কি রাজনীতি থেকে সত্যিই বিদায়?
সূত্রের খবর, এতদিন সিভিক ভলান্টিয়ারদের জন্য ১০ শতাংশ চাকরি সংরক্ষিত ছিল। এবার তা আরও বৃদ্ধি পেল। রাজ্য পুলিশে ২০ শতাংশ চাকরি সিভিক ভলান্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বাজেটে এই ঘোষণা করা হয়৷
advertisement
এদিন ডিসেম্বর মাসের পরে ফের রাজ্য বাজেট পেশের সময়েও সরকারি কর্মীদের বেতন ৪ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করল সরকার৷ এদিন বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্তমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷
ঘোষণায় জানানো হয়েছে, মূল্যবৃদ্ধির হাত থেকে রেহাই দেওয়ার জন্য সরকারের সীমিত আর্থিক সামর্থের মধ্যেই আরও ৪ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হচ্ছে৷ রাজ্য সরকারের এই ঘোষণা পরে রাজ্য সরকারি কর্মচারী তো বটেই, সুবিধা পেতে চলেছেন রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও৷ তবে, এর পরেও কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক থেকে গেল ৩২ শতাংশ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Civic Volunteer Pay Hike: সিভিক ভলান্টিয়ারদের জন্য জোড়া সুখবর! বাড়ছে ভাতা...সঙ্গে সুবিধা আরও এক! ঘোষণা রাজ্য বাজেটে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement