Dev: ‘সংসদে আমার শেষ দিন...,’ লোকসভায় দাঁড়িয়ে ফের জল্পনা উস্কে দিলেন দেব, তবে কি রাজনীতি থেকে সত্যিই বিদায়?

Last Updated:

এদিন সংসদ হিসাবে লোকসভা অধিবেশনে নিজের বক্তব্য পেশ করেন দেব৷ সেই সময় ঘাটাল অ্যাকশন প্ল্যান প্রসঙ্গে কথা বলতে গিয়ে দেব বলেন, ‘‘আমি থাকি বা না থাকি ঘাটাল আমার মনে থাকবে। বরাদ্দ টাকা মঞ্জুর করে কাজ যেন শুরু হয়।’’

নয়াদিল্লি: গতকাল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছিলেন৷ যে পোস্ট ঘিরে আরও একবার জল্পনা তৈরি হয়েছিল বঙ্গ রাজনীতির অন্দরমহলে৷ ছবিটি ছিল সংসদ ভবনে অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দেবের বসার জায়গায়৷ ছবিতে দেব লিখেছিলেন, ‘আর কয়েক ঘণ্টা’৷ সঙ্গে একটা লাভ ইমোজি৷ কেন একথা লিখেছিলেন দেব, আজ তাঁর সংসদে বক্তৃতা ছিল বলে, নাকি, কারণ আরও গভীর! বৃহস্পতিবার লোকসভার অধিবেশনে বক্তৃতা করার সময়েও দেব এমন একটা কথা বললেন, তাতে আরও একবার তৈরি হল খটকা৷ তাহলে কি, সত্যিই আর লোকসভা ভোটে লড়বেন না দেব৷ দীপক অধিকারী কি সরে দাঁড়াচ্ছেন রাজনীতি থেকে?
এদিন সংসদ হিসাবে লোকসভা অধিবেশনে নিজের ‘শেষ’ বক্তব্য পেশ করেন দেব৷ পুরো বক্তৃতাই করেন বাংলা ভাষায়৷ এদিন ঘাটাল অ্যাকশন প্ল্যান প্রসঙ্গে কথা বলতে গিয়ে দেব বলেন, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে৷ আজ শেষবারও, আজকে আমার শেষ দিন পার্লামেন্টে৷ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাই৷ ১৯৫০ থেকেই  ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালের মানুষের অনেক দিনের কষ্ট, অনেক বেদনা৷ আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যে, এটা কোনও টিএমসি-র সমস্যা নয়, এটা কোনও বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা৷’’
advertisement
দেব বলেন, ‘‘দলকে সাইডে রেখে, মানুষের কথা ভেবে, নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা এক্সিকিউট হয়৷ মানুষ বন্যার জন্য যেভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, মানুষ যেন তার সেই ফলটা পায়৷ মানুষের স্বপ্ন যেন সত্যি হয়৷’’
advertisement
আরও পড়ুন: ফের ৪ শতাংশ DA বাড়ালেন মমতা..রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! কবে থেকে নতুন বেতন?
এরপরে, দেব বলেন, ‘‘আমি থাকি বা না থাকি, এমপি (সাংসদ) হিসাবে৷ ঘাটালের মানুষের দুঃখটা যেন মিটে যায়৷ আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার মনের মধ্যে সবসময় থাকবে।’’
advertisement
advertisement
নিজের বক্তৃতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন দেব৷ পাশাপাশি, নিজের লোকসভা কেন্দ্রের প্রতিটা মানুষকে, যাঁরা তাঁকে ভোটার দিয়েছেন, যাঁরা দেননি প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন দেব৷
গত শনিবার আচমকাই সাংসদ হিসেবে তিনটি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেন দেব৷ সাংসদ হিসেবে ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান ছিলেন দেব৷ সেই পদ থেকে ইস্তফা দেন তিনি৷ এ ছাড়াও ঘাটাল কলেজের সভাপতি এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন দেব৷
advertisement
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য দেবকেই আগামী লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে ফের প্রার্থী করার ইঙ্গিত দিয়েছিলেন৷ যদিও তিনি নিজে প্রার্থী হতে কতটা আগ্রহী, দেবের সাম্প্রতিক ইস্তফার পর তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ এর আগে দেব নিজেও ইঙ্গিত দিয়েছিলেন, নির্বাচনে লড়াই করতে আর আগ্রহী নন তিনি৷
আরও পড়ুন: ‘হুইলচেয়ারে করে এসেছিলেন ভোট দিতে…,’ আর হবেন না সাংসদ..মনমোহনের ভূয়সী প্রশংসায় মোদি
রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে তবে কি রাজনৈতিক জীবনে কি ইতি টানছেন দেব? সাংসদ জীবনে দাঁড়ি টানার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি? তারপরেই গতকালের ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে ফের জল্পনা বাড়িয়ে দিলেন তৃণমূলের তারকা সাংসদ৷ তাঁর আজকের বক্তব্যও ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dev: ‘সংসদে আমার শেষ দিন...,’ লোকসভায় দাঁড়িয়ে ফের জল্পনা উস্কে দিলেন দেব, তবে কি রাজনীতি থেকে সত্যিই বিদায়?
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement