Narendra Modi: ‘হুইলচেয়ারে করে এসেছিলেন ভোট দিতে...,’ আর হবেন না সাংসদ..মনমোহনের ভূয়সী প্রশংসায় মোদি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
মোদি মনে করিয়ে দেন, একসময় অসুস্থ হলেও হুইলচেয়ারে করে সংসদে একটি বিষয়ে ভোটদান করতে এসেছিলেন মনমোহন সিং৷ গণতন্ত্রকে শক্তিশালী করতে একজন সাংসদকে কতটা দায়িত্বশীল হওয়া উচিত, ওই ঘটনা তার প্রমাণ বলে উল্লেখ করেন মোদি৷
নয়াদিল্লি: শেষবারের মতো যাঁরা রাজ্যসভার সাংসদ পদে মনোনীত হয়েছিলেন, এই সরকারের শেষ অধিবেশনে তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাশাপাশি, বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা মনমোহন সিংয়ের ভূয়সী প্রশংসা করেন তিনি৷
এদিন রাজ্যসভায় বক্তৃতা করা কালীন প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি আজ মনমোহন সিংয়ের কথা বিশেষ ভাবে বলতে চাই৷ তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে৷ দীর্ঘ সময় ধরে তিনি এই হাউসকে এই দেশকে পথ দেখিয়েছেন৷ মানুষ সেই জন্য তাঁকে সবসময় মনে রাখবেন৷ ’’
মোদি মনে করিয়ে দেন, একসময় অসুস্থ হলেও হুইলচেয়ারে করে সংসদে একটি বিষয়ে ভোটদান করতে এসেছিলেন মনমোহন সিং৷ গণতন্ত্রকে শক্তিশালী করতে একজন সাংসদকে কতটা দায়িত্বশীল হওয়া উচিত, ওই ঘটনা তার প্রমাণ বলে উল্লেখ করেন মোদি৷
advertisement
advertisement
Prime Minister Narendra Modi speaks in Rajya Sabha during the farewell of retiring members.
He says, “I want to remember Dr Manmohan Singh today, his contribution has been immense…For such a long time, the way he has guided this House & Country, Dr Manmohan Singh will always… pic.twitter.com/NC1e81sNRZ
— ANI (@ANI) February 8, 2024
advertisement
আরও পড়ুন: লাগাতার ধর্ষণ..মারধর! গরম ডাল ঢেলে পুড়িয়ে দেওয়া হল শরীর..দিল্লিতে নারকীয় নির্যাতনের শিকার দার্জিলিঙের তরুণী
মোদি বলেন, ‘‘আমার মনে আছে, লোকসভায় একটি ভোটপর্বের সময়, সকলেই জানেন যে জয় ট্রেজারি বেঞ্চেরই হবে, তা সত্ত্বেও ডঃ মনমোহন সিং নিজের ভোট দান করতে হুইলচেয়ারে করে হলেও এসে উপস্থিত হয়েছিলেন৷ নিজের দায়িত্ব সম্পর্কে একটা মানুষ কতটা দায়িত্বশীল হলে এটা হতে পারে, সেটা এই ঘটনা থেকেই বোঝা যায়৷’’
advertisement
#WATCH | PM Modi lauds the contribution of Congress MP and former PM Manmohan Singh
The PM is addressing during the farewell of retiring members of the Rajya Sabha pic.twitter.com/1MATqWIGhd
— ANI (@ANI) February 8, 2024
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর পরে এবার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করল ED, ডাক এল দেবরাজের কাছেও
গত ১০ বছরে বিজেপি সরকারের শাসনকালে দেশের কী কী অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, তা বিস্তারিত ভাবে জানাতে ‘হোয়াইট পেপার’ প্রকাশ করেছে মোদি সরকার৷ এদিকে সেই ‘হোয়াইট পেপারে’র পাল্টা ‘ব্ল্যাক পেপার’ প্রকাশ করেছে কংগ্রেস৷ এদিন সেই প্রসঙ্গে মোদি বলেন, ‘‘ওঁরা একটা পবিত্র কাজের উপরে কালো টিকা লাগিয়ে দিল৷’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
February 08, 2024 1:00 PM IST