Teacher Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর পরে এবার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করল ED, ডাক এল দেবরাজের কাছেও
- Written by:Arpita Hazra
- Published by:Satabdi Adhikary
Last Updated:
সিবিআইয়ের কাছে জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে এসে বাপ্পাদিত্য জানিয়েছিলেন, তাঁর কাছ থেকে যা যা নথি পাওয়া গিয়েছিল, তার অধিকাংশই পার্সোনাল ডকুমেন্ট। ১০ শতাংশেরও কম অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে। কিন্তু তাঁর সঙ্গে নিয়োগের কোনও লিঙ্ক তদন্তকারীরা পাননি বলেই দাবি বাপ্পার। তবে, একটি রেকমেন্ডেশন লেটার পাওয়া গিয়েছিল স্বাস্থ্য বিভাগের ক্যাজুয়াল স্টাফ-এর। তাঁর সঙ্গে নিয়োগের কোনও যোগাযোগ নেই।
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলাতে এবার সিবিআইয়ের পরে এই প্রথমবার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করল ইডি। বৃহস্পতিবার, অর্থা, ৮ ফেব্রুয়ারি তাঁকে তলব করা হয়েছে। এর আগে বাপ্পার বাড়িতে তল্লাশি করে সিবিআই। পরে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কে কে আসতেন? কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের কাছ সেই সমস্ত তথ্য জানতে চেয়েছিল সিবিআই! অন্যদিকে, অপর তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে ফের তলব করেছে সিবিআই।
সিবিআইয়ের কাছে জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে এসে বাপ্পাদিত্য জানিয়েছিলেন, তাঁর কাছ থেকে যা যা নথি পাওয়া গিয়েছিল, তার অধিকাংশই পার্সোনাল ডকুমেন্ট। ১০ শতাংশেরও কম অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে। কিন্তু তাঁর সঙ্গে নিয়োগের কোনও লিঙ্ক তদন্তকারীরা পাননি বলেই দাবি বাপ্পার। তবে, একটি রেকমেন্ডেশন লেটার পাওয়া গিয়েছিল স্বাস্থ্য বিভাগের ক্যাজুয়াল স্টাফ-এর। তাঁর সঙ্গে নিয়োগের কোনও যোগাযোগ নেই।
advertisement
আরও পড়ুন: কানে একটানা শিসের মতো শব্দ!..বিরক্তি-অস্বস্তির একশেষ… নিমেষেই মুক্তি পান আয়ুর্বেদের এই ঘরোয়া টোটকায়
সিবিআই সূত্রে খবর, বাপ্পাদিত্য দাশগুপ্ত ও দেবরাজ চক্রবর্তী দুজনকেই জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করেছে সিবিআই। মূলত প্রশ্ন করা হয়েছিল বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে কেন অ্যাডমিট কার্ড বা রেকমেন্ডেশন লেটার ছিল? বায়োডেটা কেন রাখা হয়েছিল? কাদের কোথায় রেকমেন্ডেশন করেছিলেন তিনি? কার নির্দেশে সেগুলো কর হয়েছিল? কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে একশো পাতার নথি কেন? এই সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
advertisement
advertisement
আরও পড়ুন: ঘুম থেকে উঠেই হাঁটুতে..ঘাড়ে ব্যথা! একদম হেলাফেলা নয়…হতে পারে এই ভয়ঙ্কর রোগের লক্ষণ..মহিলারই আক্রান্ত হন বেশি
পাশাপাশি দেবরাজের বাড়িতে নিয়োগ সংক্রান্ত নথি কেন? ট্রান্সফারের নথি কেন ছিল? এই নথি গুলো কেন রাখা ছিল? কোথা থেকে এল এই নথি? এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এবার সিবিআই এর পর ইডির তলবে বাপ্পাদিত্য হাজিরা দেন কি না, সেটাই এখন দেখার।
advertisement
ARPITA HAZRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Feb 07, 2024 9:30 AM IST










