Sandeshkhali Update: শাসক দল হাত তুলে নিতেই গ্রেফতার সন্দেশখালির উত্তম, এখনও অধরা দোসর শিবু

Last Updated:

উত্তম এবং শিবু, দু জনেই উত্তর চব্বিশ পরগণার জেলা পরিষদের সদস্য৷ শিবুর মতোই এখনও খোঁজ নেই সন্দেশখালির আর এক তৃণমূল নেতা শেখ শাহজাহানেরও৷

ধৃত তৃণমূল নেতা উত্তম সর্দার৷
ধৃত তৃণমূল নেতা উত্তম সর্দার৷
অনুপম সাহা, সন্দেশখালি: যে দুই তৃণমূল নেতার বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়েছিল সন্দেশখালিতে, তাদের মধ্যে অন্যতম উত্তম সর্দারকে গ্রেফতার করল পুলিশ৷ এ দিন দুপুরেই উত্তম সর্দারকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছিল দল৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই উত্তমকে গ্রেফতার করল সন্দেশখালি থানার পুলিশ৷
তবে উত্তম গ্রেফতার হলেও আর এক অভিযুক্ত নেতা শিবু হাজরা এখনও অধরা৷ উত্তম এবং শিবু, দু জনেই উত্তর চব্বিশ পরগণার জেলা পরিষদের সদস্য৷ শিবুর মতোই এখনও খোঁজ নেই সন্দেশখালির আর এক তৃণমূল নেতা শেখ শাহজাহানেরও৷ উত্তম এবং শিবু দু জনেই শাহজাহানের ঘনিষ্ঠ বলেই দাবি সন্দেশখালির বাসিন্দাদের৷
আরও পড়ুন: ‘আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না’, জোড়া বৈঠকের পর মত বদল দেবের
advertisement
advertisement
এ দিন অবশ্য উত্তম সর্দারের পাশাপাশি স্থানীয় বিজেপি নেতা বিকাশ সিংহকেও গ্রেফতার করেছে পুলিশ৷ তিনি বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার অবর্জাভার পদে রয়েছেন৷ সন্দেশখালিতে অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে ওই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷
গত কয়েকদিন ধরেই শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা উত্তর সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিয়েছে সন্দেশখালি৷ অভিযুক্ত দুই নেতা যথাক্রমে সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি৷ পাশাপাশি, তাঁরা জেলা পরিষদের সদস্যও৷ যদিও শিবু হাজরার বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি তৃণমূল৷
advertisement
দুই নেতার বিরুদ্ধেই আদিবাসী সহ স্থানীয় গ্রামবাসীদের জমি দখল, মহিলাদের উপরে অত্যাচার সহ একাধিক অভিযোগ রয়েছে৷ ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেয় যে দুই নেতার পোলট্রি ফার্ম, বাগান বাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা৷ পাল্টা বিক্ষোভকারীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷ পরিস্থিতি সামাল দিতে আজ থেকে সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি হয়েছে৷
গত বুধবার উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়েছিল সন্দেশখালিতে৷ সেই সময় উত্তম সর্দারকে মারমুখী জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ৷ অভিযোগ এর পর থেকেই খোঁজ ছিল না ওই তৃণমূল নেতার৷ শেষ পর্যন্ত অবশ্য উত্তমকে গ্রেফতার করল পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sandeshkhali Update: শাসক দল হাত তুলে নিতেই গ্রেফতার সন্দেশখালির উত্তম, এখনও অধরা দোসর শিবু
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement