Sandeshkhali Update: শাসক দল হাত তুলে নিতেই গ্রেফতার সন্দেশখালির উত্তম, এখনও অধরা দোসর শিবু

Last Updated:

উত্তম এবং শিবু, দু জনেই উত্তর চব্বিশ পরগণার জেলা পরিষদের সদস্য৷ শিবুর মতোই এখনও খোঁজ নেই সন্দেশখালির আর এক তৃণমূল নেতা শেখ শাহজাহানেরও৷

ধৃত তৃণমূল নেতা উত্তম সর্দার৷
ধৃত তৃণমূল নেতা উত্তম সর্দার৷
অনুপম সাহা, সন্দেশখালি: যে দুই তৃণমূল নেতার বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়েছিল সন্দেশখালিতে, তাদের মধ্যে অন্যতম উত্তম সর্দারকে গ্রেফতার করল পুলিশ৷ এ দিন দুপুরেই উত্তম সর্দারকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছিল দল৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই উত্তমকে গ্রেফতার করল সন্দেশখালি থানার পুলিশ৷
তবে উত্তম গ্রেফতার হলেও আর এক অভিযুক্ত নেতা শিবু হাজরা এখনও অধরা৷ উত্তম এবং শিবু, দু জনেই উত্তর চব্বিশ পরগণার জেলা পরিষদের সদস্য৷ শিবুর মতোই এখনও খোঁজ নেই সন্দেশখালির আর এক তৃণমূল নেতা শেখ শাহজাহানেরও৷ উত্তম এবং শিবু দু জনেই শাহজাহানের ঘনিষ্ঠ বলেই দাবি সন্দেশখালির বাসিন্দাদের৷
আরও পড়ুন: ‘আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না’, জোড়া বৈঠকের পর মত বদল দেবের
advertisement
advertisement
এ দিন অবশ্য উত্তম সর্দারের পাশাপাশি স্থানীয় বিজেপি নেতা বিকাশ সিংহকেও গ্রেফতার করেছে পুলিশ৷ তিনি বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার অবর্জাভার পদে রয়েছেন৷ সন্দেশখালিতে অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে ওই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷
গত কয়েকদিন ধরেই শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা উত্তর সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিয়েছে সন্দেশখালি৷ অভিযুক্ত দুই নেতা যথাক্রমে সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি৷ পাশাপাশি, তাঁরা জেলা পরিষদের সদস্যও৷ যদিও শিবু হাজরার বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি তৃণমূল৷
advertisement
দুই নেতার বিরুদ্ধেই আদিবাসী সহ স্থানীয় গ্রামবাসীদের জমি দখল, মহিলাদের উপরে অত্যাচার সহ একাধিক অভিযোগ রয়েছে৷ ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেয় যে দুই নেতার পোলট্রি ফার্ম, বাগান বাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা৷ পাল্টা বিক্ষোভকারীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷ পরিস্থিতি সামাল দিতে আজ থেকে সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি হয়েছে৷
গত বুধবার উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়েছিল সন্দেশখালিতে৷ সেই সময় উত্তম সর্দারকে মারমুখী জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ৷ অভিযোগ এর পর থেকেই খোঁজ ছিল না ওই তৃণমূল নেতার৷ শেষ পর্যন্ত অবশ্য উত্তমকে গ্রেফতার করল পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sandeshkhali Update: শাসক দল হাত তুলে নিতেই গ্রেফতার সন্দেশখালির উত্তম, এখনও অধরা দোসর শিবু
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement