Bangla News: বর্ষার আগে দারুণ উদ্যোগ যাদবপুরের বিধায়ক ও কাউন্সিলরের, জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
রবিবার মুকুন্দপুর বাজারে বিশেষ সচেতনতা অভিযান চালান তাঁরা। (Bangla News)
#কলকাতা: বর্ষা আসছে। তার আগেই যাদবপুর এলাকাকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ নিলেন যাদবপুর বিধানসভার বিধায়ক ও মেয়র পারিষদ দেবব্রত মজুমদার। তাঁর সঙ্গী ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। রবিবার মুকুন্দপুর বাজারে বিশেষ সচেতনতা অভিযান চালান তাঁরা। অনন্যা বন্দোপাধ্যায় জানিয়েছেন, "আমরা আশাবাদী যে মানুষ আমাদের কথা শুনবেন। এর জন্য সচেতনতা প্রচার চালানো হচ্ছে। এটা বুঝতে হবে যে প্লাস্টিকের ব্যবহারের ফলে আমরা নিজেরাই সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। নর্দমায় প্লাস্টিক আটকে জল যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। তাই ক্রেতা বিক্রেতা সবাইকেই আমরা বোঝাবো। বর্ষার আগে আশা করি আমরা এই কাজটা ভালো মতো করতে পারবো। প্লাস্টিক মুক্ত যাদবপুর আমরা করবোই।" (Bangla News)
আরও পড়ুন: মুণ্ডকা অগ্নিকাণ্ডে পলাতক বাড়ির মালিক অবশেষে গ্রেফতার
দেবব্রত মজুমদার বলেন, "প্লাস্টিকের ব্যাগ দামে সস্তা পড়ে তাই দোকানদাররা সেটা ব্যবহার করে। কিন্তু সামান্য কিছু বেশি খরচ করলে যদি বিকল্প পাওয়া যায় তাহলে আপত্তি থাকার কথা নয়। এবং আমাদের যা অভিজ্ঞতা মানুষ স্বেচ্ছায় সেই কাজ করছেন। বাজার কমিটিগুলি নিজেরাই সেই উদ্যোগ নিতে শুরু করে দিয়েছে। আগামিদিনে প্লাস্টিক মুক্ত করতে প্রশাসনের পাশাপাশি এরাও ভালো ভূমিকা নেবে।" ফি বছর বর্ষার সময় বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে যায়। সমস্যায় পড়েন সাধারণ মানুষ। দেখা গিয়েছে প্লাস্টিক জমে নর্দমা আটকেই বেশিরভাগ ক্ষেত্রে বিপত্তি দেখা দিয়েছে। তাই বর্ষা শুরুর আগেই সেই সমস্যা গোড়ায় আটকানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রেতা থেকে বিক্রেতা সকলেই খুশি এই উদ্যোগে।
advertisement
আরও পড়ুন: 'আমরা মনে খুশি নিয়ে দায়িত্ব ছেড়ে দিই', মুখ্যমন্ত্রীর পদে বসেই 'ক্ষতে' প্রলেপ মানিকের!
এদিন স্বপন দাস নামে এক ক্রেতা বলেন, "নিজেরা যদি সচেতন না হই তাহলে প্রশাসন কী করবে। আর প্লাস্টিকই সব সমস্যার মূল। যদি আমরা প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে পারি তাহলে সিংহভাগ সমাধান তো এখানেই হয়ে গেলো। তবে শুধু সচেতন করলেই হবে না। প্রয়োজনে প্রশাসনকে কড়া হতে হবে। প্লাস্টিক ব্যবহার করলে জরিমানা করতে হবে। ক্রেতা বিক্রেতা উভয়কেই।" এলাকার এক নাগরিক সাধন রায় বলেন, "প্লাস্টিকের ব্যবহার দীর্ঘদিনের অভ্যাস। এতো সহজে যাওয়ার নয়। তবে খারাপ অভ্যাসের পরিবর্তনও প্রয়োজন। কিছুদিন অসুবিধা হবে তারপর সব ঠিক হয়ে যাবে।"
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 15, 2022 9:39 PM IST