Kolkata News: বড়বাজারের ব্যবসায়ীকে ‘মাওবাদী’ চিঠি...একদম স্পষ্ট করে লেখা সব দাবি, কী দিতে হবে, কী ভাবে দিতে হবে! তারপর..

Last Updated:

চিঠিতে নিজেকে মাওবাদী সংগঠনের সদস্য বলে দাবি করেছে সমীর মণ্ডল নামের এক ব্যক্তি৷ চেয়েছে ৫০ লক্ষ টাকা৷ গুপী ওরফে মুকুল নামে এক মাওবাদী সদস্যের কাছে এই টাকা পৌঁছে দিতে বলা হয়েছে চিঠিতে৷

News18
News18
কলকাতা: ঝাড়গ্রাম নয়, পুরুলিয়া নয়৷ খাস কলকাতায় ‘মাওবাদী হুমকি’৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল বড়বাজার এলাকায়৷ জানা গিয়েছে,বড়বাজারের এক ব্যবসায়ীর কাছে টাকা চেয়ে ‘মাওবাদী’ হুমকি চিঠি এসেছে৷ বড়বাজারর ওল্ড চিনা বাজার স্ট্রিটের একটি সোনার দোকানের মালিকের কাছে এই ‘মাওবাদী’ চিঠি এসেছে বলে সূত্রের খবর৷ চিঠিতে জানানো হয়েছে, সংগঠনের তহবিলে ৫০ লক্ষ টাকা জমা দিতে হবে৷
চিঠিতে নিজেকে মাওবাদী সংগঠনের সদস্য বলে দাবি করেছে সমীর মণ্ডল নামের এক ব্যক্তি৷ চেয়েছে ৫০ লক্ষ টাকা৷ গুপী ওরফে মুকুল নামে এক মাওবাদী সদস্যের কাছে এই টাকা পৌঁছে দিতে বলা হয়েছে চিঠিতে৷
advertisement
advertisement
উল্লেখ করা হয়েছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হাদিপুর কলোনির একটি ঠিকানাও৷ ওই ঠিকানায় গুপী ওরফে মুকুলকে ওই টাকা পৌঁছে দিতে বলা হয়েছে৷
তবে চিঠিটি পাওয়ার পরেই এ নিয়ে বড়বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট ওই ব্যবসায়ী জয়ন্ত চৌধুরী৷ পুলিশের অবশ্য সন্দেহ, চিঠিটি কি আদৌ মাওবাদীরা পাঠিয়েছে, নাকি কেউ ঠাকানোর চেষ্টা করছে বা বাজে মজা করছে ওই ব্যবসায়ীর সঙ্গে? খতিয়ে দেখা হচ্ছে সবকিছুই৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: বড়বাজারের ব্যবসায়ীকে ‘মাওবাদী’ চিঠি...একদম স্পষ্ট করে লেখা সব দাবি, কী দিতে হবে, কী ভাবে দিতে হবে! তারপর..
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement