Kolkata News: বড়বাজারের ব্যবসায়ীকে ‘মাওবাদী’ চিঠি...একদম স্পষ্ট করে লেখা সব দাবি, কী দিতে হবে, কী ভাবে দিতে হবে! তারপর..
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
চিঠিতে নিজেকে মাওবাদী সংগঠনের সদস্য বলে দাবি করেছে সমীর মণ্ডল নামের এক ব্যক্তি৷ চেয়েছে ৫০ লক্ষ টাকা৷ গুপী ওরফে মুকুল নামে এক মাওবাদী সদস্যের কাছে এই টাকা পৌঁছে দিতে বলা হয়েছে চিঠিতে৷
কলকাতা: ঝাড়গ্রাম নয়, পুরুলিয়া নয়৷ খাস কলকাতায় ‘মাওবাদী হুমকি’৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল বড়বাজার এলাকায়৷ জানা গিয়েছে,বড়বাজারের এক ব্যবসায়ীর কাছে টাকা চেয়ে ‘মাওবাদী’ হুমকি চিঠি এসেছে৷ বড়বাজারর ওল্ড চিনা বাজার স্ট্রিটের একটি সোনার দোকানের মালিকের কাছে এই ‘মাওবাদী’ চিঠি এসেছে বলে সূত্রের খবর৷ চিঠিতে জানানো হয়েছে, সংগঠনের তহবিলে ৫০ লক্ষ টাকা জমা দিতে হবে৷
চিঠিতে নিজেকে মাওবাদী সংগঠনের সদস্য বলে দাবি করেছে সমীর মণ্ডল নামের এক ব্যক্তি৷ চেয়েছে ৫০ লক্ষ টাকা৷ গুপী ওরফে মুকুল নামে এক মাওবাদী সদস্যের কাছে এই টাকা পৌঁছে দিতে বলা হয়েছে চিঠিতে৷
advertisement
advertisement
উল্লেখ করা হয়েছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হাদিপুর কলোনির একটি ঠিকানাও৷ ওই ঠিকানায় গুপী ওরফে মুকুলকে ওই টাকা পৌঁছে দিতে বলা হয়েছে৷
আরও পড়ুন: পাচার করে দিয়েছে? কোথায়…মেঘালয় কাণ্ডে ভয়ঙ্কর অভিযোগ! এতদিন পরে মুখ খুললেন মেয়েটার ভাই
তবে চিঠিটি পাওয়ার পরেই এ নিয়ে বড়বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট ওই ব্যবসায়ী জয়ন্ত চৌধুরী৷ পুলিশের অবশ্য সন্দেহ, চিঠিটি কি আদৌ মাওবাদীরা পাঠিয়েছে, নাকি কেউ ঠাকানোর চেষ্টা করছে বা বাজে মজা করছে ওই ব্যবসায়ীর সঙ্গে? খতিয়ে দেখা হচ্ছে সবকিছুই৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 07, 2025 11:59 AM IST