Couple Missing in Meghalaya: উল্টো করে টাঙিয়ে দিয়েছে সোনমের ছবি! মেঘালয়ে খুন হয়েছে স্বামী... এবার এটা ঘিরে রহস্য
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ঘটনার পর পরই রাজার বাড়ির লোকের প্রতিক্রিয়া পাওয়ার গেলেও কোনও মন্তব্য আসেনি সোনমের বাড়ির লোকের তরফ থেকে৷ গুঞ্জন তৈরি হয়েছিল তখনও৷
advertisement
তল্লাশি চলাকালীন ইস্ট খাসি হিলসের পুলিশ সুপার বিবেক সায়াম জানিয়েছিলেন, তাঁরা ঘটনার তদন্তে সমস্ত দিকই খতিয়ে দেখছেন৷ স্বামী রাজা রঘুবংশীর হাতে হীরের ব্রেসলেট ছিল, ছিল মানি ব্যাগও৷ দম্পতির কাছে ৩-৪টি মোবাইল ফোন ছিল, যার একটি ভাঙা অবস্থায় পাওয়ার গিয়েছে হয়ত৷ এতে ঘনীভূত হয়েছে ঘন জঙ্গলের রাস্তায় চুরি-ছিনতাই ও পরে খুনের রহস্য৷ তবে সেদিন বিবেক সিয়েম এ-ও জানিয়েছিলেন, দম্পতির নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁরা ওনার কিলিং বা সম্মানরক্ষায় খুনের মতো বিষয়ও খতিয়ে দেখছেন৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
জ্যোতিষশাস্ত্রবিদের পরামর্শেই পরিবার এই পদক্ষেপ করেছে। সোনমের বাবা জানিয়েছেন, তিনি একজন পণ্ডিতের সাথে পরামর্শ করেছিলেন, যিনি তাঁকে বলেছিলেন ৫ জুন বাড়ি থেকে বের হওয়ার জন্য শুভ দিন৷ কিন্তু তার আগে, কোনও কিছু না জানিয়েই, তাঁর মেয়ে ও জামাই বেড়াতে চলে যায়। পণ্ডিত বলেছিলেন যে সোনমের দেড় মাসের জন্য বাড়ি ছেড়ে যাওয়া অশুভ ছিল।
advertisement