Couple Missing in Meghalaya: উল্টো করে টাঙিয়ে দিয়েছে সোনমের ছবি! মেঘালয়ে খুন হয়েছে স্বামী... এবার এটা ঘিরে রহস্য

Last Updated:
ঘটনার পর পরই রাজার বাড়ির লোকের প্রতিক্রিয়া পাওয়ার গেলেও কোনও মন্তব্য আসেনি সোনমের বাড়ির লোকের তরফ থেকে৷ গুঞ্জন তৈরি হয়েছিল তখনও৷
1/8
মেঘালয়ের শিলঙে হানিমুন করতে গিয়ে বেপাত্তা হয়ে গিয়েছিল জলজ্যান্ত একটা দম্পতি৷ তার ১১ দিন পরে একটা খাদ থেকে উদ্ধার হয় স্বামীর কাটারি দিয়ে ফালাফালা করা দেহ৷ স্ত্রী সোনম এখনও নিখোঁজ৷ কারা খুন করল, কেনই বা করল, মেয়েটিই বা কোথায়? সব কিছু নিয়েই ঘনীভূত হচ্ছে রহস্য৷
মেঘালয়ের শিলঙে হানিমুন করতে গিয়ে বেপাত্তা হয়ে গিয়েছিল জলজ্যান্ত একটা দম্পতি৷ তার ১১ দিন পরে একটা খাদ থেকে উদ্ধার হয় স্বামীর কাটারি দিয়ে ফালাফালা করা দেহ৷ স্ত্রী সোনম এখনও নিখোঁজ৷ কারা খুন করল, কেনই বা করল, মেয়েটিই বা কোথায়? সব কিছু নিয়েই ঘনীভূত হচ্ছে রহস্য৷
advertisement
2/8
তল্লাশি চলাকালীন ইস্ট খাসি হিলসের পুলিশ সুপার বিবেক সায়াম জানিয়েছিলেন, তাঁরা ঘটনার তদন্তে সমস্ত দিকই খতিয়ে দেখছেন৷ স্বামী রাজা রঘুবংশীর হাতে হীরের ব্রেসলেট ছিল, ছিল মানি ব্যাগও৷ দম্পতির কাছে ৩-৪টি  মোবাইল ফোন ছিল, যার একটি ভাঙা অবস্থায় পাওয়ার গিয়েছে হয়ত৷ এতে ঘনীভূত হয়েছে ঘন জঙ্গলের রাস্তায় চুরি-ছিনতাই ও পরে খুনের রহস্য৷ তবে সেদিন বিবেক সিয়েম এ-ও জানিয়েছিলেন, দম্পতির নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁরা ওনার কিলিং বা সম্মানরক্ষায় খুনের মতো বিষয়ও খতিয়ে দেখছেন৷
তল্লাশি চলাকালীন ইস্ট খাসি হিলসের পুলিশ সুপার বিবেক সায়াম জানিয়েছিলেন, তাঁরা ঘটনার তদন্তে সমস্ত দিকই খতিয়ে দেখছেন৷ স্বামী রাজা রঘুবংশীর হাতে হীরের ব্রেসলেট ছিল, ছিল মানি ব্যাগও৷ দম্পতির কাছে ৩-৪টি মোবাইল ফোন ছিল, যার একটি ভাঙা অবস্থায় পাওয়ার গিয়েছে হয়ত৷ এতে ঘনীভূত হয়েছে ঘন জঙ্গলের রাস্তায় চুরি-ছিনতাই ও পরে খুনের রহস্য৷ তবে সেদিন বিবেক সিয়েম এ-ও জানিয়েছিলেন, দম্পতির নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁরা ওনার কিলিং বা সম্মানরক্ষায় খুনের মতো বিষয়ও খতিয়ে দেখছেন৷
advertisement
3/8
তবে কি নিখোঁজ সোনম বা তাঁর নিহত স্বামী রাজা রঘুবংশীর পরিবারে কোনও সমস্যা ছিল? সম্প্রতি সোনমের বাপেরবাড়ির দরজার সামনে ঝুলে থাকা একটি ছবি ঘিরে তৈরি হয়েছে জল্পনা৷
তবে কি নিখোঁজ সোনম বা তাঁর নিহত স্বামী রাজা রঘুবংশীর পরিবারে কোনও সমস্যা ছিল? সম্প্রতি সোনমের বাপেরবাড়ির দরজার সামনে ঝুলে থাকা একটি ছবি ঘিরে তৈরি হয়েছে জল্পনা৷
advertisement
4/8
ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, সোনম রঘুবংশীর বাপেরবাড়ির দরজার উপরে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে সোনম রঘুবংশীর একটি ছবি৷ ছবি টাঙানো রয়েছে, সেটা ঠিক আছে৷ কিন্তু, উল্টো করে ছবি টাঙানো হয়েছে কেন? তবে কি বাড়িতে এই বিয়ে নিয়ে কোনও সমস্যা ছিল?
ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, সোনম রঘুবংশীর বাপেরবাড়ির দরজার উপরে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে সোনম রঘুবংশীর একটি ছবি৷ ছবি টাঙানো রয়েছে, সেটা ঠিক আছে৷ কিন্তু, উল্টো করে ছবি টাঙানো হয়েছে কেন? তবে কি বাড়িতে এই বিয়ে নিয়ে কোনও সমস্যা ছিল?
advertisement
5/8
ঘটনার পর পরই রাজার বাড়ির লোকের প্রতিক্রিয়া পাওয়ার গেলেও কোনও মন্তব্য আসেনি সোনমের বাড়ির লোকের তরফ থেকে৷ গুঞ্জন তৈরি হয়েছিল তখনও৷
ঘটনার পর পরই রাজার বাড়ির লোকের প্রতিক্রিয়া পাওয়ার গেলেও কোনও মন্তব্য আসেনি সোনমের বাড়ির লোকের তরফ থেকে৷ গুঞ্জন তৈরি হয়েছিল তখনও৷
advertisement
6/8
তবে শুক্রবার সেই গুঞ্জনের নিরসন হয়েছে৷ বাড়ির মূল দরজার বাইরে সোনমের উল্টো ছবি টাঙানোর কারণও ব্যাখ্যা করেছেন তাঁর বাবা৷ বলেছেন..
তবে শুক্রবার সেই গুঞ্জনের নিরসন হয়েছে৷ বাড়ির মূল দরজার বাইরে সোনমের উল্টো ছবি টাঙানোর কারণও ব্যাখ্যা করেছেন তাঁর বাবা৷ বলেছেন..
advertisement
7/8
জ্যোতিষশাস্ত্রবিদের পরামর্শেই পরিবার এই পদক্ষেপ করেছে। সোনমের বাবা জানিয়েছেন, তিনি একজন পণ্ডিতের সাথে পরামর্শ করেছিলেন, যিনি তাঁকে বলেছিলেন ৫ জুন বাড়ি থেকে বের হওয়ার জন্য শুভ দিন৷ কিন্তু তার আগে, কোনও কিছু না জানিয়েই, তাঁর মেয়ে ও জামাই বেড়াতে চলে যায়। পণ্ডিত বলেছিলেন যে সোনমের দেড় মাসের জন্য বাড়ি ছেড়ে যাওয়া অশুভ ছিল।
জ্যোতিষশাস্ত্রবিদের পরামর্শেই পরিবার এই পদক্ষেপ করেছে। সোনমের বাবা জানিয়েছেন, তিনি একজন পণ্ডিতের সাথে পরামর্শ করেছিলেন, যিনি তাঁকে বলেছিলেন ৫ জুন বাড়ি থেকে বের হওয়ার জন্য শুভ দিন৷ কিন্তু তার আগে, কোনও কিছু না জানিয়েই, তাঁর মেয়ে ও জামাই বেড়াতে চলে যায়। পণ্ডিত বলেছিলেন যে সোনমের দেড় মাসের জন্য বাড়ি ছেড়ে যাওয়া অশুভ ছিল।
advertisement
8/8
সোনমের বাবা আবেগপ্রবণ হয়ে বলেন, ‘‘আমার জামাই আর নেই, এখন কেবল একটা অলৌকিক ঘটনাই আমার মেয়েকে ফিরিয়ে আনতে পারে।’’ এই অলৌকিক ঘটনার আশায়, তিনি তাঁর মেয়ের ছবি বাড়ির বাইরে উল্টে ঝুলিয়ে দিয়েছেন, যা হিন্দু ঐতিহ্যে হারানো ব্যক্তিকে ফিরিয়ে আনার একটি রীতি হিসেবে বিবেচিত হয়।
সোনমের বাবা আবেগপ্রবণ হয়ে বলেন, ‘‘আমার জামাই আর নেই, এখন কেবল একটা অলৌকিক ঘটনাই আমার মেয়েকে ফিরিয়ে আনতে পারে।’’ এই অলৌকিক ঘটনার আশায়, তিনি তাঁর মেয়ের ছবি বাড়ির বাইরে উল্টে ঝুলিয়ে দিয়েছেন, যা হিন্দু ঐতিহ্যে হারানো ব্যক্তিকে ফিরিয়ে আনার একটি রীতি হিসেবে বিবেচিত হয়।
advertisement
advertisement
advertisement