Bangla Awas Yojana: ৬ দফায় নজরদারি! বাংলার বাড়ির 'তালিকা' নিয়ে অভিযোগ থাকলেই 'দিদিকে বলো'! বড় নির্দেশ নবান্নের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Bangla Awas Yojana: বাংলার বাড়ির প্রাপকদের তালিকা যাচাইয়ের জন্য তৈরি হবে সোশ্যাল অডিট টিম। তাঁরা তাঁদের পছন্দমতো তালিকা ধরে যাচাই পর্ব করবে। এছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমেও ক্রস ভেরিফিকেশন হবে।
কলকাতা: দ্বিতীয় দফায় বাংলার বাড়ি দেওয়া নিয়ে আরও কড়াকড়ি রাজ্যের। প্রাপকদের তালিকা যাচাইয়ে ৬ দফায় নজরদারি চালানো হবে। তালিকা নিয়ে কোনও অভিযোগ থাকলে সরাসরি মুখ্যমন্ত্রীকেও অভিযোগ জানানো যাবে।
বাংলার বাড়ির প্রাপকদের তালিকা যাচাইয়ের জন্য তৈরি হবে সোশ্যাল অডিট টিম। তাঁরা তাঁদের পছন্দমতো তালিকা ধরে যাচাই পর্ব করবে। এছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমেও ক্রস ভেরিফিকেশন হবে। থানার ওসি,আইসি এবং রাজ্য স্তরের মনিটরিং দল ইচ্ছামত যাচাই করবেন। তবে বিডিও বা জয়েন্ট বিডিওরা বাধ্যতামূলক ভাবে ১৫ শতাংশ, এসডিও স্তরে পাঁচ শতাংশ, জেলা অফিসাররা দুই শতাংশ যাচাই করবেন। এই যাচাই বাধ্যতামূলক করতে হবে। যে কোনও অভিযোগ এলে পাঁচটি কাজের দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।
advertisement
আরও পড়ুন: ৭৫ তম জন্মদিনেই সবচেয়ে বড় চমক দিলেন নরেন্দ্র মোদি! বিহার-বাংলা জয়ে লক্ষ্য মহিলা ভোট? রিটার্ন গিফটেই স্পষ্ট
এছাড়াও জেলাশাসক, বিডিও, এসডিও অফিসেও কমপ্লেন বক্সে অভিযোগ জানানো যাবে। দ্বিতীয় দফার বাংলার বাড়ির সমীক্ষা নিয়ে জেলায় জেলায় বিশেষ গাইডলাইন রাজ্যের। তাতেই ৬ দফা যাচাইয়ের কথা উল্লেখ রাজ্যের। দ্বিতীয় দফায় কারা কারা বাংলার বাড়ি পাবেন? ৩০ নভেম্বরের মধ্যেই তালিকা চূড়ান্ত করতে বলল নবান্ন।
advertisement
advertisement
জেলায় জেলায় দ্বিতীয় দফায় বাংলার বাড়ি দেওয়া নিয়ে বিশেষ গাইডলাইন পাঠানো হল রাজ্যের তরফে। ১০ অক্টোবরের মধ্যে এই প্রকল্পের সুবিধা কারা পাবেন তার তালিকা পুনর্মূল্যায়নের কাজ শেষ করতে হবে। তালিকা ধরে ১৫ অক্টোবরের মধ্যে সরজমিনে গিয়ে দেখতে হবে সেই ব্যক্তি এই প্রকল্প সুবিধা পাওয়ার যোগ্য কিনা। ৩ নভেম্বরের মধ্যে দ্বিতীয় দফায় এই প্রকল্পের সুবিধা প্রাপকদের খসড়া তালিকা গ্রাম পঞ্চায়েত ব্লক জেলাশাসকের অফিস সহ সংশ্লিষ্ট অফিসে সকলের দেখার জন্য তালিকা দিতে হবে।
advertisement
আরও পড়ুন: ৭:৫৭-তে বিশ্বকর্মা রানাঘাটে, ৮:৪৫-এ শ্যামনগরে! ট্রেনে হইহই করে যা কাণ্ড, দেখলে আনন্দ হবে
১০ নভেম্বর পর্যন্ত এই তালিকা যাতে সকলে দেখতে পায় তার ব্যবস্থা করতে হবে। তালিকায় থাকা কোনও নাম নিয়ে কেউ আপত্তি জানাতে চাইলে জানাতে পারবেন। গ্রাম সভা ডেকে এরপর সংশ্লিষ্ট উপভোক্তা নাম অনুমোদন করিয়ে ১৭ নভেম্বরের মধ্যে বিডিও অফিসে পাঠাতে হবে। বিডি অফিস থেকে বৈঠক করে এই নামগুলি চূড়ান্ত করে একুশে নভেম্বরের মধ্যে জেলা স্তর এবং তারপর ২৬ নভেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে। জেলায় জেলায় গাইডলাইন পাঠিয়ে জানাল নবান্ন।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2025 3:24 PM IST