PM Narendra Modi at 75: ৭৫ তম জন্মদিনেই সবচেয়ে বড় চমক দিলেন নরেন্দ্র মোদি! বিহার-বাংলা জয়ে লক্ষ্য মহিলা ভোট? রিটার্ন গিফটেই স্পষ্ট

Last Updated:

PM Narendra Modi at 75: জন্মদিনে দেশবাসীকে রিটার্ন গিফট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে ১৭ ​​সেপ্টেম্বর, ২০২৫ 'সুস্থ নারী, শক্তিশালী পরিবার অভিযান' শুরু হল।

জন্মদিনে দেশবাসীকে রিটার্ন গিফট 'সুস্থ নারী, সশক্ত পরিবার' প্রকল্প
জন্মদিনে দেশবাসীকে রিটার্ন গিফট 'সুস্থ নারী, সশক্ত পরিবার' প্রকল্প
নয়াদিল্লি: জন্মদিনে দেশবাসীকে রিটার্ন গিফট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে ১৭ ​​সেপ্টেম্বর, ২০২৫ ‘সুস্থ নারী, শক্তিশালী পরিবার অভিযান’ শুরু হল। নাম থেকেই বোঝা যাচ্ছে, দেশব্যাপী এই অভিযানটি নারী ও শিশুদের জন্য স্বাস্থ্যসেবা উন্নত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। স্বাস্থ্যসেবার উন্নত অ্যাক্সেস, উপযুক্ত যত্নআত্তি এবং সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে তা পরিচালিত হবে।
‘বাড়িতে মা যদি অসুস্থ হয়ে পড়লে গোটা পরিবার নড়বড়ে হয়ে যায়।’ নিজের ৭৫তম জন্মদিনে দেশের মা-বোনেদের জন্য নয়া প্রকল্পের উদ্বোধন করে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার থেকে শুরু হল কেন্দ্রীয় সরকারের ‘সুস্থ নারী শক্তিশালী পরিবার’। এর উদ্দেশ্য মহিলা, কিশোরী এবং শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবা সহজলভ্য করে তোলা।
advertisement
এই প্রকল্পে কী কী সুবিধা পাওয়া যাবে?
advertisement
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক ‘সুস্থ নারী শক্তিশালী পরিবার’ অভিযান চালু করল। এর আওতায় স্বাস্থ্য মন্ত্রক দেশজুড়ে স্বাস্থ্য শিবির ও সরকারি হাসপাতালের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেবে। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে মহিলা ও কিশোরীদের পুষ্টি, অ্যানিমিয়া প্রতিরোধ, সুষম খাদ্যাভ্যাস এবং ঋতুচক্র স্বাস্থ্যবিধি নিয়ে সচেতন করবে।
advertisement
আরও পড়ুন: জন্মদিনের রিটার্ন গিফট, এবার নরেন্দ্র মোদির জন্মদিনে সবচেয়ে বড় চমক কী জানেন! সাড়া ফেলবে গোটা বিশ্বে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বলেন, ‘এই প্রকল্প ২০৪৭ সালের বিকশিত ভারতের স্বপ্নকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। একদিকে যেমন মহিলাদের জন্য স্বাস্থ্য পরিষেবা উন্নত হবে তেমনই যক্ষ্মা, সিকেল সেল রোগ, অ্যানিমিয়া ও অ-সংক্রামক রোগের প্রাথমিক শনাক্তকরণ ও চিকিৎসায় জোর দেবে।’
advertisement
স্বাস্থ্য শিবির
১৭ সেপ্টেম্বর থেকেই দেশজুড়ে ‘সুস্থ নারী শক্তিশালী পরিবার’ ক্যাম্প শুরু হবে দেশ জুড়ে। এই ক্যাম্পগুলিতে স্ত্রীরোগ, শিশুচিকিৎসা, চর্মরোগ, চোখ-কান-গলা (ENT), দাঁত, মানসিক স্বাস্থ্যের চেক আপ হবে। মিলবে বিশেষজ্ঞদের পরামর্শ। বিনামূল্যে ওষুধ ও টেস্টের সুবিধা পাওয়া যাবে এই ক্যাম্পগুলি থেকে। ৪ কোটিরও বেশি মহিলারা উপকৃত হবেন এই বিশেষ স্বাস্থ্য শিবিরে।
advertisement
আরও পড়ুন: ঘুমের ঘোরে আচমকা শরীর কেঁপে ওঠে? মনে হয় খাট থেকে পড়ে যাবেন? কেন হয় এমন? কীভাবে বাঁচবেন জানুন
এই প্রকল্পে সহায়ক হবে AIIMS, রেলওয়ে হাসপাতাল, প্রতিরক্ষা হাসপাতাল, ESIC হাসপাতাল, CGHS সেন্টারগুলি। পাশাপাশি, দেশজুড়ে ১৫ দিনের ‘সেবা পাক্ষিক’ পালিত হবে। এই প্রকল্পের একটি অংশ হিসেবেই সেপ্টেম্বর মাসকে ‘পুষ্টি মাস’ হিসেবে পালন করা হবে। এই সময়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে শিশু ও অন্তঃসত্ত্বাতের মেডিক্যাল টেস্ট এবং পর্যবেক্ষণ করা হবে।
বাংলা খবর/ খবর/দেশ/
PM Narendra Modi at 75: ৭৫ তম জন্মদিনেই সবচেয়ে বড় চমক দিলেন নরেন্দ্র মোদি! বিহার-বাংলা জয়ে লক্ষ্য মহিলা ভোট? রিটার্ন গিফটেই স্পষ্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement