AAP in Bengal: বাংলা আর ব্রাত্য নয়, বড় সিদ্ধান্তের পথে কেজরিওয়ালের আপ!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
AAP in Bengal: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেজরিওয়ালের সম্পর্ক ভালো থাকলেও রাজনৈতিক ময়দানে লড়াই হতেই পারে।
#কলকাতা: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে লড়তে পারে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (AAP)। সংগঠন যেখানে ভালোভাবে গড়ে উঠবে, সেখানেই আপ লড়বে বলে দলীয় সূত্রে খবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেজরিওয়ালের সম্পর্ক ভালো থাকলেও রাজনৈতিক ময়দানে লড়াই হতেই পারে।
আর সেই সূত্রেই রাজ্য সরকারের 'কর্মতীর্থ' প্রকল্প সম্পূর্ণ ভাঁওতাবাজি
বলে কটাক্ষ আপের। সরকারের দাবির সঙ্গে বাস্তব পরিস্থিতির কোন মিলই নেই। দলগত সমীক্ষা এবং তথ্য জানার অধিকার আইন বলে প্রাপ্ত আইন থেকে আম আদমি পার্টি জেনেছে, এই রাজ্যে ৫৬টি কর্মতীর্থ তৈরী হয়েছে।
advertisement
এর ফলে রাজ্যের চারটি দফতরের সাড়ে সাতশো কোটি টাকার বেশি খরচ হয়েছে।
advertisement
এদিন সাংবাদিক সম্মেলন করে আপ-এর রাজ্য পর্যবেক্ষক সঞ্জয় বসু দাবি করেন, কয়েকশো কোটি টাকা খরচ হলেও কর্মসংস্থান কিছুই হয়নি। রাজ্য তাদের ওয়েবসাইটে কর্মতীর্থ এবং কর্মসংস্থানের যে ছবি তুলে ধরেছে, বাস্তবের সঙ্গে তার কোনও মিল নেই, বহু জেলায় কর্মতীর্থগুলো বন্ধ অথবা কয়েকটা দোকান খোলা আছে।
advertisement
পঞ্জাব দখলের পর AAP-এর পরবর্তী টার্গেট বাংলা! দিন কয়েক আগে এমনটাই দাবি করছেন রাজ্যের আপ (AAP) কর্মী-সমর্থকদের। সেই লক্ষ্যে এবার মহিলা ব্রিগেডকে মাঠে নামাতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল। আম আদমি পার্টি (Aam Aadmi Party) এই প্রথমবার রাজ্যে মহিলা শাখার উদ্বোধন করার কথা জানিয়েছে। এতদিন যাবৎ এ রাজ্যে আপের কোনও মহিলা কর্মী ছিলেন না। এই প্রথম রাজ্যে মহিলা কমিটি তৈরি হচ্ছে। মাসখানেক আগে থেকে মহিলারা আপের সদস্যপদ গ্রহণের জন্য দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও দলীয় সূত্রে দাবি।
advertisement
মহিলাদের আম আদমি পার্টির (Aam Aadmi Party) নীতির সম্পর্কে সচেতন করা, আপের (AAP) রাজনীতি বোঝানোর মতো কাজ করবে এই মহিলা কমিটি। একইসঙ্গে জেলায় জেলায় তৃণমূল স্তরে আরও মহিলাদের দলে (AAP Female Wing) সামিল হওয়ার জন্যও অহ্বান জানানো হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 11, 2022 7:19 PM IST