Mamata Banerjee: বিজেপি-র কেন এত ভয়, কেন CBI-ED অস্ত্র? মমতার দাবিতে তীব্র আলোড়ন

Last Updated:

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''আমরা কটা সিবিআই, ইডি করেছি? কটা সিপিআইএম নেতা গ্রেফতার হয়েছে? আসলে তৃণমূল ২০২৪-এ বেগ দেবে। এটাই তো আসল ভয়।''

মমতার আক্রমণ
মমতার আক্রমণ
#কলকাতা: সোমবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, সেই অনুষ্ঠান থেকেই এদিন বিজেপিকে তীব্র আক্রমণ শানান তিনি। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কেন তৃণমূল সহ বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, তা নিয়েও এদিন সুর চড়ান মুখ্যমন্ত্রী। বলেন, ''আমরা কটা সিবিআই, ইডি করেছি? কটা সিপিআইএম নেতা গ্রেফতার হয়েছে? আসলে তৃণমূল ২০২৪-এ বেগ দেবে। এটাই তো আসল ভয়।''
সেইসঙ্গেই মুখ্যমন্ত্রী জোরের সঙ্গে দাবি করেন, ''এত দূর্বল ভাববেন না। আজ এত কষ্টের মধ্যেও ১ তারিখে সরকারি কর্মচারীরা মাইনে পান। ৯০ হাজার কোটি টাকা পাওনা আছে কেন্দ্রের কাছে। তবুও আমরা কাউকে বঞ্চিত করি না। আজ রিজার্ভ ব্যাংক চিন্তিত অর্থনীতি নিয়ে। শ্রীলংকাতে যা হয়েছে, তার প্রভাব পড়বে না এখানে?এজেন্সি আপনার আছে, আমারও আছে।''
advertisement
advertisement
মমতা এদিন বলেন, দেশে বহু রাজনৈতিক দল রয়েছে। ভোটের সময়ে এক কথা বলে। ভোট ফুরলেই অন্য কথা শোনা যায়। ভোটের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করে দিয়েছি। স্টুডেন্টস ক্রেডিট কার্ডের কথা বলেছিলাম, করেছি। দুয়ারে রেশনের কথা বলেছিলাম, করেছি। আর কেন্দ্র বছরে ১০ বার পেট্রোলের দাম বাড়ায়। গ্যাস, কেরোসিনের দাম বাড়ায়। নিজেরই আগুন জ্বালায়, আবার বদনামও করে বাংলাকে। ওরা বাংলাকে ভালোবাসে না। মানুষের সঙ্গে সম্পর্ক নেই।''
advertisement
এরপরই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ''আমি যতদূর জানি ১৪ টা দেশ আসছে। আমার মিশন এখন একটাই - শিল্প। আগামী দিনে আরও অনেক শিল্প আসছে। ২ থেকে ৩ মাসের মধ্যে ধনধান্যে স্টেডিয়াম আসছে। বড় কাজের জন্য বড় মানসিকতার প্রয়োজন আছে। নিজেকে গর্ব করতে শিখুন। নিজদের গর্ব করতে জানুন। অনেক প্রজেক্ট আসছে এখানে।''
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: বিজেপি-র কেন এত ভয়, কেন CBI-ED অস্ত্র? মমতার দাবিতে তীব্র আলোড়ন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement