Parliament Winter Session: ১০০ দিনের বকেয়া টাকা নিয়ে সুর চড়াতে চলেছে তৃণমূল, সংসদ চত্বরে প্রতিবাদ সাংসদদের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
পাশাপাশি, তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এ বিষয়ে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকে গিয়ে দেখা করবে তাদের সংসদীয় প্রতিনিধি দল। ইতিমধ্যেই একশ দিনের কাজ ইস্যুতে নানা প্রশ্নে কেন্দ্রকে জেরবার করতে চাইছে তৃণমূল।
নয়াদিল্লি: বাংলার প্রাপ্য ১০০ দিনের কাজের টাকা (MGNREGA) অন্যায়ভাবে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। বাংলার প্রাপ্য টাকা ফেরানোর দাবিতে আজ সংসদ চত্বরে প্রতিবাদ দেখালেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদেরা। বুধবার সংসদ চত্বরে দাঁড়িয়ে বিক্ষোভরত তৃণমূল সাংসদেরা অভিযোগ তোলেন, বাংলা-বিরোধী বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার, বাংলার মানুষের ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। তাঁরা জানান, SIR নিয়ে আলোচনা পর্ব মিটলেই, কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে সংসদে বেশি করে সুর চড়াবে তৃণমূল কংগ্রেস।
পাশাপাশি, তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এ বিষয়ে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকে গিয়ে দেখা করবে তাদের সংসদীয় প্রতিনিধি দল। ইতিমধ্যেই একশ দিনের কাজ ইস্যুতে নানা প্রশ্নে কেন্দ্রকে জেরবার করতে চাইছে তৃণমূল। সাত সাংসদের প্রশ্নের জবাব নিয়ে কোমর বেঁধে এই ইস্যুতে সরব হতে চলেছে তারা৷ হাতিয়ার করা হয়েছে বিগত বছরের পরিসংখ্যান৷
advertisement
advertisement
তৃণমূল সাংসদদের দাবি, একশো দিনের কাজ পুনরায় চালু হবে কবে? সদুত্তর দিল না কেন্দ্রীয় সরকার। তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়, মালা রায়, কীর্তি আজাদ, রচনা বন্দোপাধ্যায় কেন্দ্রের কাছে কাজ চালুর বিষয়ে জানতে চেয়েছিলেন।
রাজ্যের কত বকেয়া আছে? কবে ও কিভাবে তা মেটানো হবে? তা-ও জানতে চাওয়া হয়। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কমলেশ পাসোয়ান সেই তথ্য দিতে পারেননি বলে সরব তৃণমূল কংগ্রেস। রাজ্যের বকেয়া নিয়ে যে হিসেব দেওয়া হয়েছে তা যথাযথ নয় বলে দাবি সাংসদদের।
advertisement
সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী কমলেশ পাসওয়ান জানিয়েছেন, বাংলায় MGNREGA নথিভুক্ত বিশেষভাবে সক্ষম কর্মীর সংখ্যা ১৯৬৭৬৯ জন। তাঁরা কেউই কোনও কাজ পাননি। সাংসদ কালীপদ সোরেন ও সাংসদ শর্মিলা সরকারের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী কাজ শুরুর প্রক্রিয়া চলছে।
advertisement
জেলায় জেলায় ভোটের প্রচারে কেন্দ্রীয় বঞ্চনা অন্যতম হাতিয়ার করতে চাইছে রাজ্যের শাসক দল। কেন্দ্রকে টাকা ছাড়া নিয়ে চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দোপাধ্যায়। টাকা দেওয়ার “সময়” নিয়ে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে সংসদে কেন্দ্রের জবাব হাতিয়ার করে ভোট প্রচারে জোরদার সওয়াল তৃণমূলের।
কেন্দ্র কর বাবদ রাজ্য থেকে কত আদায় করেছে। অভিষেক বন্দোপাধ্যায় এক পরিসংখ্যান দিয়ে উল্লেখ করেন,২০১৭-১৮ সালে GST+IT ৬৩৪০৭ কোটি, ২০১৮-১৯ ৮৪৪১৯ কোটি, ২০১৯-২০ ৮৪০১৫ কোটি, ২০২০-২১ ৮০০০৪ কোটি, ২০২১-২২ ১ লক্ষ ১ হাজার ৬৭৩ কোটি, ২০২২-২৩ এক লক্ষ ১৩ হাজার ৬২১ কোটি টাকা, ২০২৩-২৪ ১ লক্ষ ২২ হাজার ৯৮৮ কোটি টাকা নিয়ে গেছে কেন্দ্র। সাত বছরে কেন্দ্রীয় সরকার ৬ লক্ষ ৫০ হাজার ১২৫ কোটি টাকা তুলে নিয়ে গেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
December 03, 2025 1:11 PM IST

