Abhishek Banerjee: ‘আমার জেদ দশগুণ, বুদ্ধি খাটিয়ে...’, সাহায্য সোরেনের! কপ্টার বিভ্রাট পেরিয়ে কীভাবে সভাস্থলে এলেন অভিষেক?

Last Updated:

Abhishek Banerjee: কপ্টার বিভ্রাট পেরিয়ে অবশেষে মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বীরভূমের রামপুরহাটের সভায় এদিন বক্তব্যের শুরুতেই অভিষেক জানালেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সহায়তায় তাঁদের সরকারের একটি কপ্টার ভাড়া করা হয়৷

‘আমার জেদ দশগুণ, বুদ্ধি খাটিয়ে...’, সাহায্য সোরেনের! কপ্টার বিভ্রাট পেরিয়ে কীভাবে সভাস্থলে এলেন অভিষেক?
‘আমার জেদ দশগুণ, বুদ্ধি খাটিয়ে...’, সাহায্য সোরেনের! কপ্টার বিভ্রাট পেরিয়ে কীভাবে সভাস্থলে এলেন অভিষেক?
কলকাতা: কপ্টার বিভ্রাট পেরিয়ে অবশেষে মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বীরভূমের রামপুরহাটের সভায় এদিন বক্তব্যের শুরুতেই অভিষেক জানালেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সহায়তায় তাঁদের সরকারের একটি কপ্টার ভাড়া করা হয়৷ সেভাবেই সভাস্থলে পৌঁছতে পেরেছেন তিনি৷ ডিজিসিএ অনুমতি না দেওয়াতেই নির্ধারিত সময়ে উড়তে পারেনি তাঁর হেলিকপ্টার। ফলে কিছুদেরিতেই শুরু হয় অভিষেকের সভা৷ এদিন বীরভূমের মঞ্চ থেকে দেরির জন্য ক্ষমাও চাইলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ পাশাপশি SIR নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক৷
কপ্টার সমস্যার জন্য দেরিতে পৌঁছেছেন অভিষেক৷ দেরির জন্য ক্ষমা চেয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘‘আমি জানি ৯’টা থেকে জমায়েত হয়েছিল। সকাল ৯’টায় যারা এসেছে তারা বাড়ি থেকে অনেক সকালে বেরিয়েছে। আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী।’’
advertisement
advertisement
পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ব্যবহার করে সভাস্থলে পৌঁছানো প্রসঙ্গে অভিষেক বলেন ‘‘আমার ১২:৩০-১’টা নাগাদ এসে তারাপীঠ মন্দিরে এসে পুজো দেওয়ার কথা ছিল। আমার যে হেলিকপ্টারে আসার কথা। এখনও নির্বাচন শুরু হয়নি। দিন ঘোষণা হয়নি। তার আগে থেকেই বাংলা বিরোধী চক্রান্ত। সকাল ১১’টায় যে অনুমতি দেওয়ার কথা তা আমাকে এখনও দেওয়া হয়নি। আমি ভেবেছিলাম সড়কপথে আসব। কিন্তু আসতে ৫’টা বেজে যেত। আমার জেদ দশগুণ। তাই বুদ্ধি খাটিয়ে আমি হেমন্ত সোরেনের হেলিকপ্টার পাশের রাজ্য থেকে আনাই। আমার দেরি হল। কিন্তু আমি আসব জেদ ধরেছিলাম। আমাকে ধমকে চমকে লাভ নেই।’’
advertisement
এসআইআর নিয়ে ফের কেন্দ্রকে তোপ অভিষেকের৷ তিনি বলেন, ‘‘যতই SIR আর ষড়যন্ত্র করুক। আরও আসন পেয়ে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে। ভেবেছে ধমকে চমকে চোখ রাঙিয়ে টাকা আটকে শিক্ষা দেবে।’’
advertisement
তিনি আরও বলেন, ‘‘SIR করে শারীরিক ও মানসিক যন্ত্রণা করে ডাকছে। হায় রে পোড়া কপাল অর্মত্য সেনকে হিয়ারিংয়ে ডেকে পাঠানো হয়েছে। যে নোবেল পেয়েছে, দেশকে চিনিয়েছে সম্মান দিয়েছে তাকে নোটিশ দিয়েছে। দেব, ক্রিকেটার সামি’কে নোটিশ দিয়েছে।’’
অভিষেক বলেন, ‘‘রাস্তার দুই পাশে জমায়েত। হেলিপ্যাড থেকে এই ১২ কিমি রাস্তা মানুষে ভর্তি। যতই করো হামলা,জিতবে বাংলা। গতবার ১০ আসন পেয়েছিলাম এই জেলা থেকে। এবার ১১-০ করতে হবে। বিজেপি যে ষড়যন্ত্র করেছিল তার জবাব এই জেলার মানুষ দুই লোকসভা আসনে তৃণমূলকে জিতিয়ে দিয়েছে।’’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: ‘আমার জেদ দশগুণ, বুদ্ধি খাটিয়ে...’, সাহায্য সোরেনের! কপ্টার বিভ্রাট পেরিয়ে কীভাবে সভাস্থলে এলেন অভিষেক?
Next Article
advertisement
Uttar Pradesh Draft Voter List: উত্তর প্রদেশে খসড়া তালিকায় বাদ ২ কোটি ৮৯ লক্ষ নাম, একধাক্কায় কমল ১৮ শতাংশ ভোটার!
উত্তর প্রদেশে খসড়া তালিকায় বাদ ২ কোটি ৮৯ লক্ষ নাম, একধাক্কায় কমল ১৮ শতাংশ ভোটার!
  • উত্তর প্রদেশে প্রকাশিত খসড়া ভোটার তালিকা৷

  • একধাক্কায় বাদ ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম৷

  • ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আপত্তি জানাতে পারবেন ভোটাররা৷

VIEW MORE
advertisement
advertisement