Mutton: মাটন খাওয়ার পর ভুল করেও ছোঁবেন না এইসব খাবার! পেটে গিয়েই তৈরি করে ‘টক্সিন’, শরীরের জন্য খুব বিপজ্জনক
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Mutton: মাটন খাওয়ার সঙ্গে সঙ্গেই কিছু জিনিস খাওয়া থেকে বিরত থাকা উচিত, নইলে পেটে গিয়েই তা শরীরের ক্ষতি করতে পারে৷ শরীরের জন্য টক্সিক প্রমাণিত হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
আয়ুর্বেদ এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মাটন খেলে শরীরে প্রাকৃতিকভাবে গরমভাব বেড়ে যায়। এমন অবস্থায় যদি মাটন খাওয়ার পর জ্বালা অনুভব হয়, তাহলে সঙ্গে সঙ্গে মধু খাবেন না, কারণ মধুও গরম প্রকৃতির। এর বদলে অল্প মিষ্টি বা চিনি খেতে পারেন। মাটন আর মধু একসঙ্গে খেলে শরীরে অতিরিক্ত গরম বেড়ে যায়, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।
advertisement
কলা এবং দ্রুত হজম হয়ে যায় এমন খাবার এড়িয়ে চলা উচিত৷ মাটন হজম হতে অনেক সময় লাগে। এমন অবস্থায় যদি আপনি কলার মতো দ্রুত হজম হওয়া খাবার খান, তাহলে পেটে গ্যাস বা পেট ফাঁপার অনুভূতি হতে পারে। খাওয়ার পর সঙ্গে সঙ্গে খুব মিষ্টি বা খুব ঝাল খাবেন না, কারণ এতে অতিরিক্ত অলসতা আসতে পারে। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। Image AI









