West Bengal Job Recruitment|| প্রচুর বেতন, বিদ্যুৎ দফতরে শতাধিক পদে নিয়োগ! কীভাবে আবেদন করবেন? জানুন

Last Updated:

West Bengal Recruitment 2023: রাজ্যের যে কোনো প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা বিদ্যুৎ দফতরের এই নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। চাকরির জন্য মোট শূন্যপদ থাকছে ১৯৮টি।

বিদ্যুৎ দফতরে শতাধিক পদে নিয়োগ
বিদ্যুৎ দফতরে শতাধিক পদে নিয়োগ
কোচবিহার: ইতিমধ্যেই একটি পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের প্রায় সকল চাকরি প্রার্থীরা এই সুযোগটি নিতে পারবেন। নিয়োগের এই বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করার মধ্য দিয়ে জানানো হয়েছে। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা বিদ্যুৎ দফতরের এই নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। চাকরির জন্য মোট শূন্যপদ থাকছে ১৯৮টি। পুরুষ কিংবা মহিলা উভয়েই বিদ্যুৎ দফতরের সংশ্লিষ্ট নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হল কিভাবে আবেদন জানানো যাবে।
কোন কোন পদে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে –
১) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – এই পদে মোট চাকরি প্রার্থী নেওয়া হবে মোট ৬১ জন।
advertisement
২) জুনিয়র এক্সিকিউটিভ – এই পদে মোট ৫২ জন প্রার্থী নেওয়া হবে।
৩) অফিস এক্সিকিউটিভ – এই পদে মোট ৬০ জন প্রার্থী নেওয়া হবে।
৪) টেকনিশিয়ান তিন নম্বর গ্রেড – এই পদে মোট চাকরি প্রার্থী নেওয়া হবে মোট ২৫ জন।
advertisement
কিভাবে আবেদন করা যাবে : 
যেই সমস্ত চাকরি প্রার্থীরা এই পদ গুলিতে আবেদন করতে আগ্রহী ও যোগ্য তাদের অনলাইন প্রক্রিয়ার মাধ্যমেই আবেদন জানতে হবে। নিচে প্রদান করা অনলাইন আবেদন লিংকে ক্লিক করে অথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে পারবেন।
advertisement
আবেদন করার জন্য ধার্য্য মূল্য :
এই পদ গুলিতে আবেদন করতে চাইলে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমেই আবেদনের জন্য ধার্য্য মূল্য জমা করতে হবে। শুধুমাত্র সাধারণ শ্রেণির ও ওবিসিদের অনলাইন আবেদনের ধার্য্য মূল্য জমা করতে হবে। বাকি সংরক্ষিতদের জন্য কোনো আবেদনের ধার্য্য মূল্য জমা নেওয়া হবে না। এক্ষেত্রে বিভিন্ন পদ গুলির জন্য যথাক্রমে ৩০০ ও ৪০০ টাকা ধার্য্য আবেদন মূল্য জমা করতে হবে। অনলাইন প্রক্রিয়ার Credit Card, Debit Card কিংবা Net Banking এর মাধ্যমে এই মূল্য জমা করতে হবে।
advertisement
আবেদন করার বয়সসীমা :
এই পদ গুলির জন্য আবেদন জানানোর জন্য বয়সসীমা হতে হবে নূন্যতম ১৮ বছর। তবে সর্বোচ্চ ৩২ বছর বয়সের মধ্যে আবেদন জানানো যাবে। এ ছাড়া সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
advertisement
এই পদ গুলিতে আবেদন জানানোর জন্য প্রার্থীদের মাধ্যমিক, ডিগ্রি, পোস্ট গ্রেজুয়েট ডিগ্রি ইত্যাদি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। অর্থাৎ বিভিন্ন পদ অনুযায়ী আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে চাকরি প্রার্থীদের।
আবেদন করার তারিখ :
এই পদ গুলির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ২৬শে, ২০২৩ এপ্রিল তারিখ থেকে। তবে এই আবেদন জানানোর প্রক্রিয়া চলবে ১৯শে মে, ২০২৩ পর্যন্ত।
advertisement
গুরুত্বপূর্ন কিছু লিংক নিচে দেওয়া হল:
নোটিশ-র লিংক:
https://www.wbsetcl.in/career/REC_2023_01_Empl._Notification.pdf
আবেদন করার অনলাইন লিংক :
https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/82551/Index.html
দরকারি সার্টিফিকেট-র লিংক:
https://www.wbsetcl.in/career/Domicile%20Order_Formar%20A_B.pdf
অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক:
https://www.wbsetcl.in/career.php
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
West Bengal Job Recruitment|| প্রচুর বেতন, বিদ্যুৎ দফতরে শতাধিক পদে নিয়োগ! কীভাবে আবেদন করবেন? জানুন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement