SSC Recruitment Scam: হুগলির মধ্যস্থতাকারী কারা? সুপারিশ কাদের কাছে পৌঁছয়? জানতে টানা জেরা শান্তনু-কুন্তলকে!

Last Updated:

SSC Recruitment Scam: দুজনের বাড়ি থেকেই মিলেছে একাধিক চাকরি প্রার্থীর অ্যাডমিট কার্ডের জেরক্স। এগুলো কী ভাবে এল শান্তনু বা কুন্তলের কাছে, দুদিনের জিজ্ঞাসাবাদের পরও সঠিক উত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ ইডির।

West Bengal SSC Scam
West Bengal SSC Scam
কলকাতা: হুগলির নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের দ্বিতীয় দিনেও একাধিক প্রশ্নের উত্তর অধরা ইডি আধিকারিকদের কাছে। ইডি সূত্রে খবর, বৃহস্পতিবার প্রথম চার ঘণ্টার জিজ্ঞাসাবাদ পর্বে অনেক শান্তনুর কাছে থেকে আসেনি প্রত্যাশিত জবাব। বুধবারের পর এদিন তার  সঙ্গে সুপারিশকারী ও মধ্যস্থতাকারী যোগ নিয়ে প্রশ্ন করা হয়েছে বলে সূত্রের খবর। নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে হুগলি জেলার একাধিক সুপারিশকারী ও মধ্যস্থতাকারীর যোগ পেয়েছে ইডি। তারই ভিত্তিতে হুগলির নেতা হওয়ার সুবাদে ধৃত কুন্তল ও শান্তনুকে জিজ্ঞাসাবাদ করে সেই সকল মধ্যস্থতাকারীদের সন্ধান পেতে চাইছে তদন্তকারী সংস্থা।
দুজনের বাড়ি থেকেই মিলেছে একাধিক চাকরি প্রার্থীর অ্যাডমিট কার্ডের জেরক্স। এগুলো কী ভাবে এল শান্তনু বা কুন্তলের কাছে, দুদিনের জিজ্ঞাসাবাদের পরও সঠিক উত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ ইডির। এই সকল সুপারিশকারীরা কী ভাবে এসেছিলেন শান্তনুর কাছে? আর্থিক লেনদেনই বা কি হয়েছিল? শান্তনু সেই সুপারিশ কাদের কাছে পৌঁছে দিয়েছিলেন, তারই সন্ধান পেতে চাইছেন ইডি কর্তারা।
advertisement
advertisement
সূত্রের দাবি, শান্তনুর মতে তিনি একজন রাজনৈতিক কর্মী হওয়ার সুবাদে অনেক সময় বিভিন্ন জায়গা থেকে অনুরোধ আসে। তাই এই সকল সুপারিশ নিয়ে তার কাছে কোনও নির্দিষ্ট তথ্য নেই। যদিও শান্তনুর এই জবাব মানতে নারাজ তদন্তকারী সংস্থা।
advertisement
তারা মনে করছেন হুগলি জেলা থেকে শিক্ষা দফতরের নিয়োগকর্তাদের কাছে সুপারিশ পৌঁছে দেওয়ার কাজ করে থাকতে পারেন শান্তনু। এই জায়গা থেকেই ইডি কর্তারা চাইছেন শান্তনু বা তার কোনও সহযোগী এই সুপারিশ কার কাছে পৌঁছে দিয়েছিলেন জানতে। একইসঙ্গে শান্তনু-কুন্তল যোগসূত্রও বার করতে চাইছে ইডি।
advertisement
তাই দুজনের বয়ান খতিয়ে দেখারও কাজও করা হচ্ছে বলে খবর।ইতিমধ্যে চলতি সপ্তাহে পরপর দুদিন ইডি দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাপস মণ্ডলকে। তিনি ইডি আধিকারিকদের কাছে কুন্তল সম্পর্কে একাধিক অভিযোগ করেছিলেন। তবে সূত্রের দাবি, কুন্তল তা নসাৎ করে পাল্টা তার বিরুদ্ধে প্রশ্ন তুললে তাপস কোনও উত্তর দিতে পারেননি।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
SSC Recruitment Scam: হুগলির মধ্যস্থতাকারী কারা? সুপারিশ কাদের কাছে পৌঁছয়? জানতে টানা জেরা শান্তনু-কুন্তলকে!
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement