Leopard Attack: চা পাতা তোলার সময় শ্রমিকের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
জলপাইগুড়িতে ফের চিতাবাঘের হামলা। চা বাগানে কাজ করার সময় শ্রমিকের ঘাড়ের উপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ। গুরুতর আহত অবস্থায় মকবুল হোসেন নামে ওই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন
জলপাইগুড়ি: চা শ্রমিকের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ! মালবাজারের বেদগুড়ি চা বাগানের ঘটনা। আহত শ্রমিকের নাম মকবুল হোসেন (৪৮)। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।
মালবাজারের তেশিমলা পঞ্চায়েতের পশ্চিম হায় পাথার এলাকায় মকবুল হোসেনের বাড়ি। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও বেদগুড়ি চা বাগানে চা পাতা তোলার কাজ চলছিল। বাকিদের সঙ্গে কাজ করছিলেন মকবুলবাবুও। সেই সময়ই হঠাৎ একটি চিতাবাঘ চা বাগানের ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে অতর্কিতে হামলা করে। সামনে মকবুল হোসেনকে পেয়ে তাঁর ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি। মাথায় গুরুতর আঘাত পান পরিশ্রম। সহকর্মীরা দ্রুত তাঁকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
advertisement
advertisement
বর্তমানে ওই শ্রমিকের শারীরিক পরিস্থিতির স্থিতিশীল তিনি কথাও বলতে পারছেন তবে গোটা ঘটনার আকর্ষিকতায় রীতিমতো আতঙ্কে আছেন ওই ব্যক্তির চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছে বনবিভাগ। এদিকে সবার সামনে চিতাবাঘ হামলা করায় বেদগুড়ি চা বাগানের বাকি শ্রমিকরা কাজ করতে ভয় পাচ্ছেন। সবমিলিয়ে মালবাজারে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 22, 2023 6:35 PM IST

