West Bardhaman News: পুজোর ফুল-ফলের সমস্যা দূর করতে লাগানো হল ১০০ টি গাছ

Last Updated:

কালী মন্দিরের নিত্য পুজোর জন্য গ্রামে ১০০ টি ফুল ও ফলের গাছ লাগালেন গ্রামবাসীরা

+
title=

পশ্চিম বর্ধমান: তীব্র গরমে ফুলের জোগানে মারাত্মক ঘাটতি। এই অস্বাভাবিক গরমে ফুল উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতেই টান পড়েছে যোগানে। ফলে বাড়ির পুজোর জন্য‌ও পর্যাপ্ত ফুল পাওয়া যাচ্ছে না। ফলে বেড়ে গিয়েছে ফুলের দাম। তা কিনতে গিয়ে হাত পুড়ছে গৃহস্থের। ফুল নিয়ে এই সমস্যার সমাধানে অভিনব পদক্ষেপ করল রূপগঞ্জ গ্রামের মানুষ। সেখানকার কালী মন্দিরের পুজোর সারা বছরের ফুল ও ফলের জোগান নিশ্চিত করতে লাগানো হল ১০০ টি গাছ। গ্রামবাসীদের আশা আগামী ১ বছরের মধ্যেই ওই গাছগুলি থেকে পাওয়া যাবে ফুল ও ফল। তা দিয়েই হয়ে যাবে মন্দিরের পুজো।
২ নম্বর জাতীয় সড়ক ধরে মুচিপাড়া থেকে কাঁকসার শিবপুর যাওয়ার পথে পড়ে রূপগঞ্জ। গ্রামের পাশ দিয়ে চলে গিয়েছে কালো পিচর রাস্তা। রাস্তার দু’পাশে শালের জঙ্গল। জঙ্গলের মধ্যে ছোট্ট গ্রাম রুপগঞ্জ। সেখানেই রয়েছে একটি জাগ্রত কালী মন্দির। চার পাশে নানান গাছ থাকলেও সমস্যা পুজোর ফুল নিয়ে। নিত্য পুজোর ফুল পেতে সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের। অন্যদিকে অনাবৃষ্টিতে দু-একটি বাড়িতে যেসব ফুলের গাছ ছিল সেগুলিতেও ফুল পাওয়া যাচ্ছে না। আর তাই সমস্যা সমাধান করতে পশ্চিম বর্ধমানের এই গ্রামে একসঙ্গে লাগানো হল ১০০ টি গাছ।
advertisement
advertisement
রূপগঞ্জ কালী মন্দিরের আশপাশে ১০০ টি গাছ লাগিয়েছেন স্থানীয়রা। যার মধ্যে সবগুলোই ফুল এবং ফলের- আম, জাম, আতা, ডালিম, পেয়ারা ইত্যাদি ফলের গাছ লাগানো হয়েছে। অন্যদিকে সারা বছর যাতে ফুল পাওয়া যায় সেজন্য জবা, টগর, কলকে, করবী, রঙ্গন ফুলের গাছ লাগিয়েছেন গ্রামবাসীরা।
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: পুজোর ফুল-ফলের সমস্যা দূর করতে লাগানো হল ১০০ টি গাছ
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement