Courtesy Politics: প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়িতে ফুল-মিষ্টির প্যাকেট নিয়ে হাজির তৃণমূল প্রার্থী!

Last Updated:

অশোকনগরের তৃণমূল বিধায়ক তথা জেলা পরিষদের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর সৌজন্যের রাজনীতি। প্রতিপক্ষ সিপিএম ও বিজেপি প্রার্থীর বাড়িতে ফুল ও মিষ্টির প্যাকেট নিয়ে হাজির হলেন

+
title=

উত্তর ২৪ পরগনা: প্রধান প্রতিদ্বন্দ্বীর বাড়ি গিয়ে ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট দিয়ে এলেন তৃণমূল প্রার্থী! পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যখন শাসক-বিরোধী সংঘর্ষে উত্তাল বাংলা, তৃণমূলের বিরুদ্ধে যখন বিরোধী প্রার্থীদের উপর একের পর এক আক্রমণের অভিযোগ উঠছে ঠিক সেই সময় এমনই বিরল ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনায়। অশোকনগরের তৃণমূল বিধায়ক তথা জেলা পরিষদের প্রার্থী নারায়ণ গোস্বামী সিপিএমের জেলা পরিষদ প্রার্থী চন্দন কুমার ঘোষের বাড়ি গিয়ে তাঁকে ফুল-মিষ্টি দিয়ে আসেন। আসন্ন নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বীকে শুভেচ্ছাও জানান তিনি।
তবে এবারের পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই তার একের পর এক কর্মকাণ্ডে অবাক করে চলেছেন নারায়ণ গোস্বামী। এর আগে মনোনয়ন পেশের সময় নিজের গাড়িতে করে বিরোধীদের বিডিও অফিসে নিয়ে গিয়ে মনোনয়ন জমা করানোর প্রস্তাব দেন। মনোনয়ন জমা দিতে আসা বিরোধী প্রার্থীদের হাতে তুলে দেন গোলাপ ফুল। এবার সটান গিয়ে হাজির হলেন সিপিএম প্রার্থীর বাড়িতে। তাঁর এই পদক্ষেপ ইতিমধ্যে উত্তর ২৪ পরগনার রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।
advertisement
advertisement
সিপিএমের জেলা পরিষদ প্রার্থী চন্দন কুমার ঘোষের বাড়িতে গিয়ে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে আসেন নারায়ণ গোস্বামী। জানান নির্বাচন পর্বে কোন‌ও সময় কোনরকম সমস্যা বা হুমকির মুখে পড়লে সরাসরি যেন তাঁকে ফোন করেন, তিনি বিষয়টা দেখে নেবেন। তবে শুধু সিপিএম প্রার্থী নয়, বিজেপির জেলা পরিষদ প্রার্থী সোমনাথ দাসের বাড়িতেও ফুল-মিষ্টি নিয়ে হাজির হন নারায়ণ গোস্বামী। সোমনাথ দাস ফুল গ্রহণ করলেও তৃণমূল প্রার্থীর কাছ থেকে মিষ্টি নিতে অস্বীকার করেন।কারণ হিসাবে জানান, তাঁর বাড়িতে একসময় তৃণমূলের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি কিছুটা বদলালেও এখনও বিরোধীদের উপর আক্রমণ বন্ধ হয়নি। তাই তিনি মিষ্টি নেবেন না।
advertisement
পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যখন শাসক দল তৃণমূলের সঙ্গে বিরোধীদের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে, একে অপরের উপর আক্রমণটাই যখন পরিচিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে ঠিক সেই সময় নারায়ণ গোস্বামীর এই সৌজনের রাজনীতি নজর কেড়েছে অনেকের। সাধারণ মানুষ এই পদক্ষেপের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছে।
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Courtesy Politics: প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়িতে ফুল-মিষ্টির প্যাকেট নিয়ে হাজির তৃণমূল প্রার্থী!
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement