World War III: তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধলে পৃথিবী থেকে জীবের অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যাবে, সতর্কতা গবেষকদের

Last Updated:

যুদ্ধে যদি পারমানবিক অস্ত্রের ব্যবহার করা হয়, তাতে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে মানুষ-সহ গোটা জীবকুল।

#নয়াদিল্লি: সালটা ছিল ১৯৩৯। ওই বছরই গোটা বিশ্বের শক্তিধর দেশগুলি একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। তা থেকেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এরপর কেটে যায় পাঁচ পাঁচটি বছর। শেষ পর্যন্ত ১৯৪৪ সালে সমাপ্তি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের। সেদিনের ভয়াবহতা আজও কল্পনা করলে যে কোনও মানুষের শরীর কাঁটা দিয়ে ওঠে এক নিমেষে। তারপর কেটে  গিয়েছে অনেকগুলি বছর। বিশ্ব জুড়ে শান্তির কামনায় সাড়া পৃথিবী জুড়ে একটাই স্লোগান- যুদ্ধ নয়, শান্তি চাই। কিন্তু এবার ২০২২ । সম্প্রতি রাশিয়া-ইউক্রেনের সংঘর্ষের (Russia Ukraine War) কারণে শান্তি তো দূর অস্ত, গোটা বিশ্ব জুড়ে যেন চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের (World War III) চরম প্রস্তুতি। তৃতীয় বিশ্বযুদ্ধ কি হবে, আর হলেই বা তার কারণে কী ভয়াবহতা অপেক্ষা করছে সাড়া পৃথিবীর মানুষের জন্য এটাই এখন লাখ টাকার প্রশ্ন। শেষপর্যন্ত যদি তৃতীয় বিশ্বযুদ্ধ (World War III) বেঁধে যায় তার ফল যে গোটা বিশ্ববাসীর জন্য মারাত্মক হতে পারে সে বিষয়ে ইতিমধ্যেই ভবিষ্যৎবাণী করেছেন একাধিক বিশেষজ্ঞ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ইউটিউব চ্যানেলে 'Why You Wouldn't Survive World War 3' নামে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ওই ভিডিওতে তৃতীয় বিশ্বযুদ্ধের (World War III) আগাম ফলাফল নিয়ে সুস্পষ্ট ব্যখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের মাঝেই এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে।
advertisement
advertisement
তাতে বলা হয়েছে, এমনিতেই বিগত দু'বছর যাবত করোনাকালে ত্রস্ত গোটা পৃথিবী। এরই মধ্যে তৃতীয় বিশ্ব যুদ্ধ বাঁধলে এবং ওই যুদ্ধে যদি পারমানবিক অস্ত্রের ব্যবহার করা হয়, তাতে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে মানুষ সহ গোটা জীবকুল। পাশাপাশি পৃথিবীর তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে পারমাণবিক শীত নেমে আসতে পারে পৃথিবীর বুকে। এমনকী পারমানবিক অস্ত্রের কবলে পড়ে মহাকাশ থেকে কৃত্রিম উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট নেমে আসতে পারে পৃথিবীর বুকে। গোটা পৃথিবীর গাছপালা পুড়ে ছাই হয়ে যেতে পারে।
advertisement
তবে বিশেষজ্ঞরা আগাম সতর্কবাণী শোনালেও তাতে বিন্দুমাত্র কর্ণপাত করছেন না রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। ইতিমধ্যেই পৃথিবীর বাকি শক্তিধর দেশগুলিকে পরোক্ষে হুমকি দিয়ে পুতিন ঘোষণা করেছেন ইউক্রেনের হয়ে যে দেশ তাদের সামনে আসবে তাকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এরই মধ্যে অবশ্য পুতিনের হুমকিকে উপেক্ষা করে মহাশক্তিধর দেশ রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে গোটা বিশ্বের ১৪০টি দেশ। শেষ পর্যন্ত কি পিছু হটবে রাশিয়া, তৃতীয় বিশ্বযুদ্ধ কি এড়ানো যাবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন!
বাংলা খবর/ খবর/বিদেশ/
World War III: তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধলে পৃথিবী থেকে জীবের অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যাবে, সতর্কতা গবেষকদের
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement