Primary TET Scam: প্রাথমিকেও রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে 'সিস্টেমেটিক ফ্রড'! SSC কে দেখিয়ে TET নিয়েও উঠল সওয়াল
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
সব শুনে বিচারপতি তপোব্রত চক্রবর্তী মন্তব্য, ‘‘হ্যাঁ বর্তমান সভাপতি জানাচ্ছেন আগের কিছুই তাঁর জানা নেই। তিনি নতুন যোগদান করেছেন। প্রাথমিক বোর্ডে নাকি পুরনো কোনও ডেটা নেই জানা কারোর।’’
কলকাতা: প্রাথমিকেও আষ্টেপৃষ্ঠে লুকিয়ে ‘সিস্টেমেটিক ফ্রড’! সুপ্রিম কোর্টের SSC রায় দেখিয়ে মোড় ঘোরানো সওয়াল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। তাঁর অভিযোগ, মাণিক ভট্টাচার্য ও একটি কোম্পানির চুক্তি দিয়েই শুরু হয়েছিল সিস্টেমেটিক ফ্রডের।
কী ভাবে হয়েছিল জালিয়াতি? আদালতে যা দাবি করলেন বর্ষীয়ান আইনজীবী বিকাশ ভট্টাচার্য৷
advertisement
এসএসসি মূল্যায়নের জন্য ডাক পেয়েছিল ওই তিন সংস্থা। আর প্রাথমিক টেট ২০১৪-এ ওএমআর শিট মূল্যায়নে দায়িত্ব শুধু একটি কোম্পানিকেই দেওয়া হয়৷ তাও পর্ষদ সভাপতির পছন্দসই। একেই হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টে ‘সিস্টেমেটিক ফ্রড’ বলে উল্লেখ করেছেন তিনি। বিকাশ রঞ্জন দাবি করেন, পর্ষদের কোনও তথ্যই সংরক্ষণ করা নেই। হাত তুলে দিয়েছেন বর্তমান পর্ষদ সভাপতি।
advertisement
সব শুনে বিচারপতি তপোব্রত চক্রবর্তী মন্তব্য, ‘‘হ্যাঁ বর্তমান সভাপতি জানাচ্ছেন আগের কিছুই তাঁর জানা নেই। তিনি নতুন যোগদান করেছেন। প্রাথমিক বোর্ডে নাকি পুরনো কোনও ডেটা নেই জানা কারোর।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Sep 11, 2025 9:46 PM IST







