Nepal Gen z Protest: ভারতের সাথে ‘যোগ’, এখান থেকেই সব...! জানেন কুলমান ঘিসিং-কে কেন পছন্দ নেপালের Gen Z-র

Last Updated:

কিন্তু ২০২৫ সালের মার্চ মাসে তাঁকে বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়৷ সময়মতো কর্মক্ষমতা রিপোর্ট জমা না দেওয়া, ভারতের সাথে বিদ্যুৎ বিনিময় চুক্তির সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন না নেওয়া, সরকারি নির্দেশাবলি উপেক্ষা করা, বোর্ডের সিদ্ধান্তে বাধা দেওয়া।

News18
News18
কাঠমান্ডু: প্রথমে ঠিক নেপালের Gen Z নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান করা হবে সে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুশীলা কারকিকে৷ কিন্তু, Gen Z -এর মধ্যেই নেতৃত্বের প্রশ্নে ভিন্ন মত তৈরি হওয়ায় বৃহস্পতিবার বদলে যায় সেই নামও৷ এবার সম্ভাব্য নাম হিসাবে উঠে এসেছে প্রাক্তন ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার কুলমান ঘিসিংয়ের নাম৷ শোনা যাচ্ছে, এই কুলমান ঘিসিংয়ের সঙ্গেও যোগাযোগ রয়েছে ভারতের৷
কুলমান ঘিসিং ১৯৭০ সালের ২৫ নভেম্বর নেপালের রামেছাপ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রামেছাপে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং পরে ভারতের জামশেদপুর শহরে আসেন। ভারতের জামশেদপুরেই রিজিওনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা সম্পন্ন করেন। পরে ঘিসিং নেপালের পুলচক ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পরবর্তী পড়াশোনা করেন।
advertisement
advertisement
ঘিসিং দু’দফায় নেপাল ইলেক্ট্রনিক অথরিটির প্রধান হয়েছিলেন৷ প্রথমে ২০১৬-২০২০ এবং দ্বিতীয় দফায় ২০২১-২০২৫৷ উনি নেপালকে দীর্ঘ লোডশিডিংয়ের সমস্যা থেকে মুক্ত করতে পেরেছিলেন৷
কিন্তু ২০২৫ সালের মার্চ মাসে তাঁকে বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়৷ সময়মতো কর্মক্ষমতা রিপোর্ট জমা না দেওয়া, ভারতের সাথে বিদ্যুৎ বিনিময় চুক্তির সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন না নেওয়া, সরকারি নির্দেশাবলি উপেক্ষা করা, বোর্ডের সিদ্ধান্তে বাধা দেওয়া।
advertisement
তবে, এই সমস্ত কিছু তাঁর ভাবমূর্তির উপর খুব বেশি প্রভাব ফেলেনি৷ কারণ, বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা ক্রমাগত সাধারণ জীবনকে প্রভাবিত করেছিল এবং ঘিসিংয়ের আমলেই মূলত এই সমস্যাটি সমাধান হয়ে গিয়েছিল।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Nepal Gen z Protest: ভারতের সাথে ‘যোগ’, এখান থেকেই সব...! জানেন কুলমান ঘিসিং-কে কেন পছন্দ নেপালের Gen Z-র
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement