National News: কাজের লোকের বীভৎস কীর্তি! প্রথমে মাথায় প্রেশার কুকার দিয়ে মার, তারপর ছুরি-কাঁচি নিয়ে..! হাড়হিম করা ঘটনা হায়দরাবাদে

Last Updated:

পুলিশ জানিয়েছে, প্রথমে রেণুর মাথায় ভারী প্রেশার কুকার দিয়ে মারে আততায়ীরা৷ তারপর রেণুর হাত-পা বেঁধে ধারল ছুরি ও কাঁচি দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপ মারে৷ প্রবল রক্তক্ষরণে মৃত্যু হয় তাঁর৷

News18
News18
হায়দরাবাদ: সারা সন্ধে ধরে ফোন করে যাচ্ছিল স্বামী আর ছেলে৷ একবার নয়, বারবার৷ কিন্তু কোনওবারই ফোন তুলছিলেন না রেণু৷ বাবা-ছেলে ভেবেছিলেন, আবারও নিশ্চই ফোন দূরে রেখে কোনও বাড়ির কাজে মন দিয়ে বসে আছেন তিনি৷ কে জানত, বাড়ি ফেরার পরে বারবার দরজা ধাক্কা দিলেও কেউ সেই দরজা খুলে দেবে না৷ সেই দরজা ভাঙতে হবে, দেখতে হবে রক্তের সমুদ্রের মাঝে নিথর পড়ে রয়েছে বছর পঞ্চাশের রেণু আগরওয়ালের গলাকাটা দেহ৷
হায়দরাবাদের কুকাটপল্লি থানা এলাকায় সোয়ান লেক কনডোমিনিয়াম নামের একটি অভিজাত কমিউনিটিতে থাকতেন স্বামী ও ছেলের সঙ্গে৷ রেণুদের পরিবারের স্টিলের ব্যবসা৷ গত বুধবার সন্ধেবেলা বাড়ি ফিরে এই ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হন তাঁরা৷
advertisement
পুলিশ জানিয়েছে, প্রথমে রেণুর মাথায় ভারী প্রেশার কুকার দিয়ে মারে আততায়ীরা৷ তারপর রেণুর হাত-পা বেঁধে ধারল ছুরি ও কাঁচি দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপ মারে৷ কাঁচি দিয়ে রেণুর গলার নলিও কেটে দেয় আততায়ীরা। প্রবল রক্তক্ষরণে মৃত্যু হয় তাঁর৷
advertisement
এরপরে সেই রক্ত ধুতে আততায়ীরা রেণুদের বাড়ির বাথরুমেই স্নান করে৷ তারপর গোটা বাড়ি থেকে সমস্ত হাত-পায়ের ছাপ মুছে দেয়৷ তারপর বাড়িতে থাকা টাকা ও সোনার গয়না নিয়ে পালিয়ে যায়৷
advertisement
পুলিশ জানিয়েছে, ওঁদের কাজের লোক হর্ষা (২০) মাত্র ১০ দিন হল কাজে ঢুকেছিল৷ তাঁর প্রেমিক রোশনকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে৷ ওঁরা দু’জনেই ঘটনার মূল সাসপেক্ট৷ তাদের খোঁজে তল্লাশি চলছে।
বাংলা খবর/ খবর/দেশ/
National News: কাজের লোকের বীভৎস কীর্তি! প্রথমে মাথায় প্রেশার কুকার দিয়ে মার, তারপর ছুরি-কাঁচি নিয়ে..! হাড়হিম করা ঘটনা হায়দরাবাদে
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement