Nadia News: এ বার সব দোকানের নাম বাংলায় লিখতেই হবে হোর্ডিংয়ে! বড় সিদ্ধান্ত শান্তিপুর পুরসভার
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
শান্তিপুর পৌরসভার তরফে বোর্ড অফ কাউন্সিলের মিটিংয়ে সমস্ত কাউন্সিলরদেরকে সঙ্গে নিয়ে শান্তিপুরের পৌরপ্রতি সুব্রত ঘোষ শান্তিপুরের ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন করেছেন
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: রাজ্যে প্রথম শান্তিপুর পুরসভার বিশেষ উদ্যোগ, বাংলা ভাষাকে মান্যতা দিয়ে শহরের সমস্ত দোকান ব্যবসায়ীদের দোকানের নাম বাংলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হল পুরসভার বোর্ড অব কাউন্সিলের মিটিংয়ে। ভিনদেশে বাংলা ভাষার অপমান এবং বাঙালিদের হেনস্থার প্রতিবাদে রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই আন্দোলন থেকে উদ্বুদ্ধ হয়ে রাজ্যের দ্বিতীয় পুরনো পুরসভা শান্তিপুর পুরসভা রাজ্যের মধ্যে প্রথম বাংলা ভাষা নিয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করল।
শান্তিপুর পুরসভার তরফে বোর্ড অফ কাউন্সিলের মিটিংয়ে সমস্ত কাউন্সিলরদেরকে সঙ্গে নিয়ে শান্তিপুরের পুরপিতা সুব্রত ঘোষ শান্তিপুরের ব্যবসায়ীদের উদ্দেশে একটি বিশেষ আবেদন করেছেন। শান্তিপুর শহরের সমস্ত দোকানের নাম এবং তাদের দোকানের হোর্ডিং ও ব্যানার এবার থেকে বাংলাতেই লিখতে হবে অন্যান্য ভাষা থাকলেও বাংলাকে বিশেষ প্রাধান্য এবং বাংলা ভাষাতেই বেশি প্রাধান্য দিতে হবে। বলে এদিন বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
advertisement
আরও পড়ুন : সর্দিকাশির চিহ্ন থাকবে না! বাতের ব্যথার মোক্ষম দাওয়াই! শুধু ‘এভাবে’ খান শিউলি ফুল ও পাতার রস!
এ বিষয়ে শান্তিপুরের পুরপ্রধান সুব্রত ঘোষ জানান ভিনদেশে বাংলা ভাষার অপমান এবং বাঙালিদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে তারই প্রতিবাদে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে এবং বাংলা ভাষার ঐতিহাসিক গুরুত্বকে আরও বজায় রাখতে ঐতিহাসিক শহর শান্তিপুরের ঐতিহাসিক একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে শান্তিপুর পুরসভা। ইতিমধ্যে বোর্ড অফ কাউন্সিলের মিটিং এ প্রস্তাব পাস হয়েছে এরপর সমস্ত ব্যবসায়ীদের কাছে বিশেষ নোটিশের মাধ্যমে তাদের দোকানের নাম এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম বাংলাতে করার জন্য আবেদন করা হবে। পরবর্তীতে ট্রেড লাইসেন্স এর ক্ষেত্রে সমস্ত দোকানদারের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম বাংলায় বাধ্যতামূলক করা হবে। যদিও সরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে বর্তমানে এই আবেদনের আওতায় আনা হবে না তবে পরবর্তীতে তাদের কাছেও আবেদন রাখা হবে যেন বাংলাতেই সমস্ত সরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলির নাম লেখা হয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 14, 2025 12:09 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: এ বার সব দোকানের নাম বাংলায় লিখতেই হবে হোর্ডিংয়ে! বড় সিদ্ধান্ত শান্তিপুর পুরসভার