Durga Puja Travel 2025: শাল-পিয়াল-মহুয়ার জঙ্গল ভিজিয়ে বয়ে চলে ঝিরিঝিরি ঝর্না, পুজোর ছুটিতে আসুন ঘরের পাশে এই অচিনপুরে

Last Updated:

Durga Puja Travel 2025: পুজোর ছুটিতে ঘুরে আসুন ঘাঘরা জলপ্রপাত, তারাফেনী ব্যারেজ, গাডরাসিনি পাহাড়, খাঁন্দারানী জলাধার। চিতি পাহাড়, চাতন পাহাড়, গাড়পাহাড়, হাঁসাডুংরি, সজা ডুংরি মন মাতান জঙ্গলমহল।

+
ঘাঘরা

ঘাঘরা জলপ্রপাতে আড্ডায় পর্যটক

বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, তন্ময় নন্দী: মাত্র দু’দিনের ছুটি পেলেই মনটা ছুটে যেতে চায় প্রকৃতির কোলে। শহরের কোলাহল থেকে দূরে একটুখানি খোলা জায়গায় এক খণ্ড অবসর চায় সবাই। ঠিক এমনই একটি নিঃশব্দ, সবুজ ও শান্ত জায়গা হল বেলপাহাড়ি। শাল-পিয়ালের গন্ধ, ঝির ঝিরে বৃষ্টি, শরতের পেঁজা তুলোর মত মেঘ জঙ্গলমহলের সৌন্দর্য যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। পাহাড়, ঝর্না আর ঘন জঙ্গল—সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা। তাই এই শরতের ছুটিতে যদি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, তাহলে বেলপাহাড়ি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য।
পুজোর ছুটিতে মন ভাল করতে পরিবারকে নিয়ে সবুজে ঘেরা পাহাড় আর শাল, মহুয়ার জঙ্গলে হারিয়ে যান। ভ্রমণপ্রেমীদের জন্য দারুণ এই জায়গা। বেলপাহাড়ি থেকে ডানদিকে ৬ কিমি পাকা রাস্তার ওপর দিয়ে গেলে পড়বে ঘাঘরা জলপ্রপাত, রয়েছে তারাফেনী ব্যারেজ। বেলপাহাড়ি থেকে ৮ কিমি দূরে অবস্থিত গাডরাসিনি পাহাড়, খাঁন্দারানী জলাধার। এছাড়াও চিতি পাহাড় চাতন পাহাড়, গাড়পাহাড়, হাঁসাডুংরি, সজা ডুংরি, তুলসীবনী সরোবর, তুয়ার ডুংরি। শহর কলকাতা থেকে আসা পর্যটকেদের জন্য মিলবে গাইডও।
advertisement
পুজোর ছুটিতে প্রথমেই মনে আসে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। প্রাকৃতিক সৌন্দর্য তো আজকের নয়, চিরকালের। তবে বাইরের জগতের মানুষের কাছে বেলপাহাড়ি পরিচিত হয়েছে ব্রিটিশ আমলে। জানা যায়, ছয়ের দশকের সময় থেকে দূরের লোকজনদের যাতায়াত বাড়ে। অন্য জেলার ও রাজ্যের। বিনপুর ২ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন ঘোষ জানান গত কয়েক বছরের তুলনায় এ বছর বেলপাহাড়িতে প্রচুর পর্যটক এসেছেন। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ঢেলে সাজানো হয়েছে বেলপাহাড়িকে।
advertisement
advertisement
আরও পড়ুন : সর্দিকাশির চিহ্ন থাকবে না! বাতের ব্যথার মোক্ষম দাওয়াই! শুধু ‘এভাবে’ খান শিউলি ফুল ও পাতার রস!
বর্ষায় তো বটেই, পুজো, শীত, বসন্তের উইকএন্ডেও বিপুল জনসমাগম হয়। অপরূপ সৌন্দর্যে ভরা বেলপাহাড়িতে তেমন জনকোলাহল নেই। তবে সারাদিন শোনা যায় নানা রকমের পাখির কিচিরমিচির শব্দ। কিছু চেনা, কিছু অচেনা। তাদের ডাকেই ঘুম ভাঙে নরম ভোরে। অদুরে রোদ ছড়িয়ে পড়ে জঙ্গলের গাছে গাছে, পাতায় পাতায়। আলোকিত হয়ে ওঠে পাহাড় চূড়াগুলো। বেলপাহাড়ির প্রকৃতি অন্যরকম রূপে সাজে। ছড়িয়ে পড়ে মায়া। ভেজা মাটি, ভেজা-ভেজা গাছগাছালির গন্ধ পরিবেশকে মাতাল করে তোলে। হারিয়ে যেতে ইচ্ছে করে কোন এক অজানায়।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja Travel 2025: শাল-পিয়াল-মহুয়ার জঙ্গল ভিজিয়ে বয়ে চলে ঝিরিঝিরি ঝর্না, পুজোর ছুটিতে আসুন ঘরের পাশে এই অচিনপুরে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement