IND vs PAK: ২ তারকা বাদ! ফিরছেন সেরা ম্যাচ উইনার? পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে এমন চমক কেউ ভাবেনি!

Last Updated:
India vs Pakistan Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ 'এ'-র ম্যাচে ভারতের সামনে এখন চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারতের একাদশে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
1/7
এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ 'এ'-র ম্যাচে ভারতের সামনে এখন চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তান। রবিবার, ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি। এর আগে ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রথম ম্যাচে ৯ উইকেটে জয় পেয়ে আত্মবিশ্বাসে ভরপুর সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল।
এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ 'এ'-র ম্যাচে ভারতের সামনে এখন চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তান। রবিবার, ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি। এর আগে ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রথম ম্যাচে ৯ উইকেটে জয় পেয়ে আত্মবিশ্বাসে ভরপুর সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল।
advertisement
2/7
প্রথম ম্যাচে ভারতীয় দল দেখিয়েছে ব্যাটে-বলে কমপ্লিট পারফরম্যান্স। ওপেনিং জুটি থেকে শুরু করে বোলিং ইউনিট—সবাই নিজেদের সেরাটা দিয়েছে। বিশেষ করে কুলদীপ যাদবের ৪ উইকেট ও শিবম দুবের ৩ উইকেট উল্লেখযোগ্য। ব্যাটিংয়েও অভিষেক শর্মা ও শুভমান গিল মজবুত ভিত গড়ে দেন।
প্রথম ম্যাচে ভারতীয় দল দেখিয়েছে ব্যাটে-বলে কমপ্লিট পারফরম্যান্স। ওপেনিং জুটি থেকে শুরু করে বোলিং ইউনিট—সবাই নিজেদের সেরাটা দিয়েছে। বিশেষ করে কুলদীপ যাদবের ৪ উইকেট ও শিবম দুবের ৩ উইকেট উল্লেখযোগ্য। ব্যাটিংয়েও অভিষেক শর্মা ও শুভমান গিল মজবুত ভিত গড়ে দেন।
advertisement
3/7
তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারতের একাদশে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে সূর্যকুমার যাদব নাকি সঞ্জু স্যামসন বা তিলক ভার্মা নামবেন—এ নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। সঞ্জু স্যামসনের আইপিএল অভিজ্ঞতা তাকে বাড়তি সুবিধা দিতে পারে। তবে সাম্প্রতিক অতীতে ভারতীয় দলের হয়ে এই পজিশনে ভাল পারফর্ম করেছেন সূর্য ও তিলক দুজনেই।
তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারতের একাদশে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে সূর্যকুমার যাদব নাকি সঞ্জু স্যামসন বা তিলক ভার্মা নামবেন—এ নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। সঞ্জু স্যামসনের আইপিএল অভিজ্ঞতা তাকে বাড়তি সুবিধা দিতে পারে। তবে সাম্প্রতিক অতীতে ভারতীয় দলের হয়ে এই পজিশনে ভাল পারফর্ম করেছেন সূর্য ও তিলক দুজনেই।
advertisement
4/7
ভারতের মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল এবং শিবম দুবের উপস্থিতি দলের গভীরতা ও ভারসাম্য বজায় রাখছে। শিবম দুবে শুধু বোলিংয়েই নয়, শেষ ওভারে মারকুটে ব্যাটিংয়েও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারেন।
ভারতের মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল এবং শিবম দুবের উপস্থিতি দলের গভীরতা ও ভারসাম্য বজায় রাখছে। শিবম দুবে শুধু বোলিংয়েই নয়, শেষ ওভারে মারকুটে ব্যাটিংয়েও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারেন।
advertisement
5/7
বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। তবে বাকি স্পিনারদের নিয়ে কিছুটা দোলাচল রয়েছে। অর্শদীপ সিং দলে ফিরলে কুলদীপ যাদব বা বরুণ চক্রবর্তীর কাউকে বাদ পড়তে হতে পারে, যদিও দুজনেই প্রথম ম্যাচে ভালো পারফর্ম করেছেন।
বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। তবে বাকি স্পিনারদের নিয়ে কিছুটা দোলাচল রয়েছে। অর্শদীপ সিং দলে ফিরলে কুলদীপ যাদব বা বরুণ চক্রবর্তীর কাউকে বাদ পড়তে হতে পারে, যদিও দুজনেই প্রথম ম্যাচে ভালো পারফর্ম করেছেন।
advertisement
6/7
সবমিলিয়ে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি হতে চলেছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ। জয় পেলে ভারত নিশ্চিত করবে সুপার ফোরের টিকিট, আর হেরে গেলে জমে উঠবে গ্রুপের সমীকরণ। তাই রবিবারের ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চরমে।
সবমিলিয়ে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি হতে চলেছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ। জয় পেলে ভারত নিশ্চিত করবে সুপার ফোরের টিকিট, আর হেরে গেলে জমে উঠবে গ্রুপের সমীকরণ। তাই রবিবারের ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চরমে।
advertisement
7/7
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল,শিবম দুবে,কুলদীপ যাদব,জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল,শিবম দুবে,কুলদীপ যাদব,জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
advertisement
advertisement
advertisement