Viral Video: ‘‘ধন্যি ছেলের অধ্যাবসায়’’- পিঠে ব্যাগ, পরণে স্কুল ইউনিফর্ম, পাঁইপাঁই করে সাইকেল চালাচ্ছে Monkey
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সম্প্রতি একটি বাঁদরের (Monkey) মজার কীর্তি কলাপ সবেগে ভাইরাল ভিডিও (Viral Video) হয়েছে৷
#কলকাতা: সোশ্যাল মিডিয়ায় নানা ভিডিও ভাইরাল হয়৷ আর মানুষ জনও এই ভাইরাল ভিডিও ( Viral Video) দেখতে খুবই পছন্দ করেন৷ কখনও কখনও নাচগানের ভিডিও ভাইরাল ভিডিও হয়, আবার কখনও নিখাদ মজার ভিডিও (Funny Video) থাকে৷ সম্প্রতি একটি বাঁদরের (Monkey) মজার কীর্তি কলাপ সবেগে ভাইরাল ভিডিও (Viral Video) হয়েছে৷ অতিরিক্ত চাপের সময়ে এক ক্লিকে কয়েক সেকেন্ডের এই ভিডিওগুলি ৷ একটি খুদে বাঁদরের কীর্তিকাণ্ডের একটি ভিডিও ভাইরাল (Funny Video of Monkey) হয়েছে৷
এই ছোট্ট বাঁদর দেশ-বিদেশের সীমা পেরিয়ে একেবারে মজার ডালি নিয়ে ভাইরাল হয়েছে৷ ছোট্ট একটি বাঁদর সাইকেলে পরণে স্কুল ড্রেস সে সাইকেল চালাচ্ছে৷ এই মজার ভিডিও (Funny Video) দেখলে নিঃসন্দেহে আপনি হেঁসে দেবেন৷ বাঁদরকে (Monkey) দেখে সকলে নানারকম কিউট রিঅ্যাকশন দিচ্ছে৷ আপনিও দেখে নিন ইউনিফর্ম (School Uniform) পড়া বাঁদরের কীর্তিকলাপের ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
advertisement
advertisement
এই ভিডিওটি helicopter_yatra_ নামের অ্যাকাউন্ট থেকে এই ভিডিও শেয়ার হয়েছে৷ ইতিমধ্যেই ভাইরাল এই ভিডিওতে লাইকের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে৷ লোকে এই ভিডিওতে মজাদার কমেন্টও করছেন৷ আসলে সকলেরই খুব মজা লাগছে৷ মানুষরা যেমন দুচাকার সাইকেলে ব্যালেন্স করে চালায়, ঠিক সেই ঢঙেই তিনি বাঁদরটিও পারফেক্ট ব্যালান্স করে সাইকেল চালাতে দেখা গেছে৷ বাঁদরটি সবুজ রঙের স্কুলের ব্লেজার পরেছে৷ পিঠে একটি গোলাপি ও নীল রঙের বাচ্চাদের ব্যাগ৷ পিঠে সেটা নিয়ে পাঁইপাঁই করে সাইকেল চালাচ্ছে বাঁদরটি৷ গোল গোল চক্কর কাটছে পারফেক্ট ব্যালান্সে৷ কেউ কেউ তাকে ইশারা করছে, কেউ আবার তাকে ডাকছে কিন্তু কোনও কিছুর পরোয়া না করে নিজের লক্ষ্যে সে অবিচল৷
advertisement
আরও পড়ুন - Ind vs NZ: দ্রাবিড় সামনে মুখ ফেরাতেই Mohammed Sirajকে চড় মারলেন Rohit Sharma! Viral Video
advertisement
এক ইউজার বাঁদরকে দেখে নিজের হৃদয়ের ভাবনা ইনস্টাগ্রামে ঢেলে দিয়েছে৷ এই ভিডিও দেখে আমার স্কুলের দিন মনে পড়ে গেল- এমনটা লিখেছেন এক নেটিজেন৷ আরেকজন লিখেছেন এটা সত্যিই মজাদার ক্লিপ, এটা দেখার পর আমার হাসি আর থামছে না৷ এর আগেও একটি বাঁদর ও একটি বাচ্চার ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল৷ এতে বাঁদরটি বাচ্চাটির কাছ থেকে ফোন কেড়ে নিচ্ছিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 21, 2021 1:39 PM IST