Ind vs NZ: Weather Update: ইডেন যাচ্ছেন, ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে বড় ভূমিকা আবহাওয়ার, জানুন ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand) মধ্যে রবিবার কললকাতায় ইডেন গার্ডেন্সে তৃতীয় টি টোয়েন্টি (T20) ম্যাচ , কেমন থাকবে আজকের আবহাওয়া (Kolkata Weather Update) ৷ শেষ ম্যাচে কি আবহাওয়া ভিলেন হবে৷ এই মাঠে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) রেকর্ড খুবই ভালো৷
#কলকাতা: ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand) মধ্যে রবিবার কললকাতায় ইডেন গার্ডেন্সে তৃতীয় টি টোয়েন্টি (T20) ম্যাচ , কেমন থাকবে আজকের আবহাওয়া (Kolkata Weather Update) ৷ শেষ ম্যাচে কি আবহাওয়া ভিলেন হবে৷ এই মাঠে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) রেকর্ড খুবই ভালো৷ ভারত এই মাঠে চারটি টি টোয়েন্টি (T20) ম্যাচ খেলা হচ্ছে৷ দুটি ম্যাচে জিতেছে ভারত৷ একটা ম্যাচে কোনও বল না করেই খেলা শেষ হয়ে যায়৷ এক ম্যাচে হারের সম্মুখীন হয়েছে৷ ভারতীয় ক্রিকেট দল এই মাঠে গত টি টোয়েন্টি ম্যাচ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ২০১৮ সালে খেলা হয়৷ সেই ম্যাচে ভারত ৫ উইকেটে জয় পেয়েছে৷ ৪ নভেম্বর ২০১৮ সালে ম্যাচ খেলা হয়েছিল৷ ওয়েস্টইন্ডিজ দল ৮ উইকেটে ১০৯ রান করেছিল, ভারত ১৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায়৷
জানুন কলকাতায় বৃষ্টির পূর্বাভাস (Weather Update)
ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) ক্রিকেট ফ্যানদের জন্য ভালো খবর৷ কলকাতায় আবহাওয়া ভালো থাকবে৷ দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৯ শতাংশ৷ সেখানে হাওয়ার গতি ৯ কিলোমিটার প্রতি ঘণ্টা৷ সন্ধ্যায় তাপমাত্রা কমে ২২ ডিগ্রি হয়ে যাবে৷ ক্রিকেটারদের জন্য পরিস্থিতি খুব ভালো থাকবে৷
advertisement
advertisement
আরও পড়ুন - 100% Love: শুধু সচিনই নন, বয়সে অনেক বড় মেয়ের প্রেমে হাবুডুবু খেয়ে বিয়ে করেন ‘এই’ ক্রিকেটাররা
ক্রিকেটারদের জন্য ইডেনের পরিস্থিতি ভালো
ইডেনে প্রভাবিত করবে শিশির
কলকাতায় আজ সূর্যাস্তের স্বাভাবিক সময় প্রায় পাঁচটা৷ ফলে শিশির পড়া দ্রুত শুরু হয়ে যাবে৷ এই কারণে যে দল পরে ব্যাট করবে তাদের জন্য খানিকটা হলেও সুবিধা হবে৷ কারণ শিশিরের জন্য দ্বিতীয় পর্বে যে টিম ফিল্ডিং করবে তাদের অসুবিধা হবে৷ ফলে এদিনের ম্যাচেও যে দল টসে (Toss) জিতবে তাদের জন্য সুবিধা হবে৷ সেই দল তাহলে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেবে৷ ইডেন গার্ডেন্সে গড় রান অবশ্য খুব বেশি হয় না৷ এখানের গড় স্কোর ১৪২ -র কাছাকাছি হবে৷ ফলে শুধুমাত্র ব্যাটসম্যান সহায়ক পিচ নয়, ব্যাটিং সহায়ক পিচও হবে৷
advertisement
দুই দলের ক্রিকেটারদের নাম
ভারতীয় ক্রিকেট দল - রোহিত শর্মা, লোকেশ রাহুল, রতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্য কুমার যাদব, ঋষভ পন্থ, ইশান কিষাণ, বেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, আর অশ্বিন, অক্ষর প্যাটেল, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ
advertisement
নিউজিল্যান্ড - টিম সাউদি, টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট ,মার্ক চ্যাপম্যান, লোকি ফার্গুসন, মার্টিন গাপ্তিল, অ্যাডাম মিত্নে, ডেরিল মিশেল, জিমি নিশম, গ্লেন ফিলিপ্স, মিশেল সেটনার, টিম সিফর্ট, ইশ সোধি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 21, 2021 12:57 PM IST