Ind vs NZ: ব্যাটসম্যানের জোরালো শট আটকাতে বাড়িয় দিলেন নিজের হাত, আঙুল থেকে টপটপ রক্ত,Mohammed Siraj-র Viral Video

Last Updated:

Ind vs NZ: এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কুর্নিশ জানানো হচ্ছে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) ৷ প্রথম টি টোয়েন্টিতে (T20) তিনি যা করেছেন তা এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷

Watch viral video of Mohammed Siraj bleeding finger- Photo-PTI
Watch viral video of Mohammed Siraj bleeding finger- Photo-PTI
#কলকাতা: ভারত বনাম নিউজিল্যান্ড  (Ind vs NZ) ম্যাচ ঘিরে ভালোই উন্মাদনা চড়ছে৷ নতুন অধিনায়ক রোহিত শর্মা ও নতুন কোচ রাহুল দ্রাবিড় কম্বিনেশনে প্রথম টি টোয়েন্টি ম্যাচেই জয় পেয়েছে ভারত, তারমধ্যে প্রায় ২ বছর বন্ধ থাকার পর এই ম্যাচে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে রাজ্য সরকারগুলি৷ এদিকে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কুর্নিশ জানানো হচ্ছে মহম্মদ সিরাজকে  (Mohammed Siraj) ৷ প্রথম টি টোয়েন্টিতে  (T20) তিনি যা করেছেন তা এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷
আসলে মহম্মদ সিরাজ (Mohammed Siraj)  নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ  ওভারে বল করতে গিয়ে চোট পান৷ ব্যাটসম্যানের শট তার হাতে সজোরে লাগে এবং আঙুল দিয়ে রক্ত বেরিয়ে যায়৷ সিরাজ ফিজিওকে মাঠে ডেকে নেন, হাতে ব্যান্ডেজ করে বোলিং করেন৷ শেষ ওভারে দারুণ বোলিং করে তিনি মাত্র ৭ রান দেন এবং ১ টি উইকেটও নেন৷
advertisement
যখন ফিল্ডিং করতে গিয়ে হাতে সজোরে লাগে এবং এতটাই জোর ছিল যে সঙ্গে সঙ্গে পেসারের হাতের আঙুল থেকে হু হু করে রক্ত পড়া শুরু হয়ে যায়৷ দেখে নিন সেই মুহূর্তের ভিডিও৷ যা এখন ভাইরাল ভিডিও  (Viral Video) ৷
advertisement
advertisement
এদিকে এরপরেও তিনি বোলিং করতে আসায় সকলেই তাঁর খেলোয়াড়ি মানসিকতার প্রশংসা করছেন৷
এছাড়াও অবশ্য তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে৷
advertisement
রোহিত শর্মা (Rohit Sharma) এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ সরকারিভাবে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে জয়ের জন্য নয়৷ কারণটা একেবারে অন্য, ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) প্রথম টি টোয়েন্টি ম্যাচে কাণ্ড ঘটিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)৷ ডাগআউটে যখন অধিনায়ক দলের সতীর্থদের সঙ্গে বসেছিলেন তখন নিজেরই সতীর্থ মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) চড় মেরে বসেন৷ সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া সেই ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video) ৷ ভিডিওতে কী দেখা যাচ্ছে? দেখে নিন৷
advertisement
এই ভিডিও তখনকার যখন ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের ১৬৫ রান তাড়া করছিল৷ ভারতীয় ক্রিকেটাররা উইকেটে ব্যাট করছিলেন৷ ডাগআউটে বসেছিলেন নবনিযুক্ত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), নতুন কোচ রাহুল দ্রাবিড়৷ এই সময়েই মহম্মদ সিরাজকে চড় মারেন রোহিত শর্মা৷ আর সেটা সম্প্রচারকারী টিভি সংস্থার ক্যামেরায় রেকর্ড হয়ে যায়৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs NZ: ব্যাটসম্যানের জোরালো শট আটকাতে বাড়িয় দিলেন নিজের হাত, আঙুল থেকে টপটপ রক্ত,Mohammed Siraj-র Viral Video
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement