এদিকে এর আগে ভারতীয় টেস্ট এবং ওয়ান ডে অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এই বেশ কয়েকটা দিন নিজের স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) সঙ্গে নিজেদের রয়েছেন৷ বলিউডের সুন্দরী অভিনেত্রীও নিজের স্বামীর সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন৷ তাঁদের সঙ্গে রয়েছে তাদের মেয়ে খুদে ভামিকাও৷ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের পরেই ভারত , নিউজিল্যৈন্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলছে কিন্তু বিরাট কোহলি বিশ্রাম নিয়েছেন৷ এরইমধ্যে অনুষ্কা শর্মা (Anushka Sharma) পুলের ধারে নিওন সবুজ মনোকিনিতে আগুন ধরিয়েছেন৷ উপচে পড়া যৌবনের সাক্ষী হয়ে দেখা যাচ্ছে তাঁর ক্লিভেজ (Clevage) ৷ আর ছবিতে ইন্টারনেটে ঝড়ের গতিতে ভাইরাল (Viral) হয়েছে৷ (Anushka Sharma, Virat Kohli/Instagram) অনুষ্কা শর্মা নিজের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেল থেকে এই পুলে আগুন লাগানো যৌবন মাখা ছবি পোস্ট করেছেন৷ বিরাট কোহলি নিজের স্ত্রী-র এই ছবিতে কমেন্ট করেছেন৷ স্ত্রী-র এই দারুণ ছবিতে তিনি হৃদয়ের ইমোজি দিয়েছেন৷ (Anushka Sharma/Instagram) অনুষ্কা শর্মা নিওন গ্রিন রঙের বিকিনিতে অসম্ভব সুন্দরী দেখাচ্ছেন৷ মাখন সাদা গায়ের রঙ যেন আরও খুলেছে এই মনোকিনিতেষ যা দেখে বিরাট কোহলিও কমেন্ট করা থেকে বিরত থাকতে পারেননি৷ (Anushka Sharma/Instagram) আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগেই টিম ইন্ডিয়ার দৌড় থেমে গিয়েছিল৷ ফলে বিশ কিছুদিন হল বিরাট -অনুষ্কা এবং ভামিকা মুম্বইতে ফিরে এসেছেন৷ (Anushka Sharma/Instagram) বিরাট কোহলি এই বছরের শুরু থেকে ভারতীয় ক্রিকেট দলের সফরে ছিলেন৷ অনুষ্কা ও ভামিকাও বিরাটের সঙ্গে বায়োবাবলে ছিলেন ৷ (Anushka Sharma/Instagram) বিদেশ সফর, আইপিএল ২০২১, টি টোয়েন্টি বিশ্বকাপ -র সময় বিরাট নিজের স্ত্রী ও কন্যার সঙ্গে ছিলেন৷ Anushka Sharma Instagram)