Ind vs NZ: দ্রাবিড় সামনে মুখ ফেরাতেই Mohammed Sirajকে চড় মারলেন Rohit Sharma! Viral Video

Last Updated:

Ind vs NZ: রোহিত শর্মার (Rohit Sharma) মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) চড় (Rohit Sharma Slap) মারার বিষয়টি বড় চর্চার বিষয় হয়ে গেছে৷

 Rohit Sharma slapped Mohammed Siraj in dug out- Photo-PTI
Rohit Sharma slapped Mohammed Siraj in dug out- Photo-PTI
#কলকাতা: রোহিত শর্মা (Rohit Sharma) এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ সরকারিভাবে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে জয়ের জন্য নয়৷ কারণটা একেবারে অন্য, ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) প্রথম টি টোয়েন্টি ম্যাচে কাণ্ড ঘটিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)৷ ডাগআউটে যখন অধিনায়ক দলের সতীর্থদের সঙ্গে বসেছিলেন তখন নিজেরই সতীর্থ মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) চড় মেরে বসেন৷ সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া সেই ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video) ৷
ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ)  প্রথম টি টোয়েন্টি ম্যাচ ৫ উইকেটে জিতে যায় ভারতীয় দল৷ টানটান উত্তেজনায় ভরা ম্যাচে শেষ ওভারে নাটকীয় মোচড় ছিল৷ কিন্তু সবকিছু পেরিয়ে রোহিত শর্মার (Rohit Sharma) মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) চড় (Rohit Sharma Slap) মারার বিষয়টি বড় চর্চার বিষয় হয়ে গেছে৷
advertisement
advertisement
ভিডিওতে কী দেখা যাচ্ছে?
এই ভিডিও তখনকার যখন ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের ১৬৫ রান তাড়া করছিল৷ ভারতীয় ক্রিকেটাররা উইকেটে ব্যাট করছিলেন৷ ডাগআউটে বসেছিলেন নবনিযুক্ত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), নতুন কোচ রাহুল দ্রাবিড়৷ এই সময়েই মহম্মদ সিরাজকে চড় মারেন রোহিত শর্মা৷ আর সেটা সম্প্রচারকারী টিভি সংস্থার ক্যামেরায় রেকর্ড হয়ে যায়৷ সেই ভাইরাল ভিডিও (Viral Video) দেখে নিন৷
advertisement
আসলে রোহিত শর্মা ইয়ার্কির ছলেই মহম্মদ সিরাজকে মারছেন আর সেটাও চড় নয় বরং চাঁটি (Rohit Sharma Slap) বলাই ভালো৷ ক্রিকেট দলে এই ধরণের মজার বিষয় হতেই থাকেষ এর প্রায় একবছর  আগে মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদবের অস্ট্রেলিয়া সফরের একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে সিরাজ কুলদীপের ঘাড় ধরেছিলেন৷
advertisement
মহম্মদ সিরাজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ  ওভারে বল করতে গিয়ে চোট পান৷ ব্যাটসম্যানের শট তার হাতে সজোরে লাগে এবং আঙুল দিয়ে রক্ত বেরিয়ে যায়৷ সিরাজ ফিজিওকে মাঠে ডেকে নেন, হাতে ব্যান্ডেজ করে বোলিং করেন৷ শেষ ওভারে দারুণ বোলিং করে তিনি মাত্র ৭ রান দেন এবং ১ টি উইকেটও নেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs NZ: দ্রাবিড় সামনে মুখ ফেরাতেই Mohammed Sirajকে চড় মারলেন Rohit Sharma! Viral Video
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement