Russia-Ukraine War: মধুচন্দ্রিমায় নয়, বিয়ের পরে ইউক্রেনের এই দম্পতি গেলেন যুদ্ধক্ষেত্রে!

Last Updated:

Newlywed Ukrainian Joins Army: স্বাধীনতার ডাকে প্রেয়সীর বাহুডোর খুলে রণাঙ্গণে রক্ত ঝরছে প্রেমিকের। তবে ২১ বছরের ইয়ারিনা আরিয়েভার আশা অটুট- সব বিপর্যয় কাটিয়ে স্বামীর সঙ্গে সুখের ঘর বাঁধার সুযোগ তিনি পাবেনই ৷

মধুচন্দ্রিমায় নয়, বিয়ের পরে ইউক্রেনের এই দম্পতি গেলেন যুদ্ধক্ষেত্রে
মধুচন্দ্রিমায় নয়, বিয়ের পরে ইউক্রেনের এই দম্পতি গেলেন যুদ্ধক্ষেত্রে
#কিভ: কবি শামসুর রহমান একদা লিখেছিলেন- "তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সিঁথির সিঁদুর গেল হরিদাসীর! ঠিক এভাবে না হলেও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেও এখন ধরা দিয়েছে দাম্পত্য বিপর্যয়ের খণ্ডচিত্র (Ukraine Couple)। স্বাধীনতার ডাকে প্রেয়সীর বাহুডোর খুলে রণাঙ্গণে রক্ত ঝরছে প্রেমিকের। তবে ২১ বছরের ইয়ারিনা আরিয়েভার (Yaryna Arieva) আশা অটুট- সব বিপর্যয় কাটিয়ে স্বামীর সঙ্গে সুখের ঘর বাঁধার সুযোগ তিনি পাবেনই (Russia-Ukraine War)!
ইয়ারিনা আরিয়েভার বিয়ে এবং বিয়ের পরেই যুদ্ধের ডাকে সাড়া দেওয়ার গল্প পৃথিবীর সামনে সম্প্রতি এসেছে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে। নিজের ফেসবুক (Facebook) পেজ থেকে স্বামী এবং তাঁর একটি ছবি তিনি পোস্ট করেছিলেন, সেই ছবিতে দু'জনের হাতেই দেখা গিয়েছে AK-47 রাইফেলের উপস্থিতি। বিয়ের মাধুর্যের সঙ্গে বন্দুকের নল বড় বেশি বেমানান, তাই নয় কি? কিন্তু দেশ যখন শত্রুর লালসার মুখে দাঁড়িয়ে, তখন সব সুখ ছেড়ে যে একে একে তরুণেরা চলে যায় যুদ্ধক্ষেত্রে, সেই ছবিও কি ইতিহাস এর আগে আমাদের দেখায়নি?
advertisement
advertisement
অতএব, ইতিহাসের পুনরাবৃত্তি হল! ২২ ফেব্রুয়ারি, ২০২২ সালে যখন ২৪ বছরের নবযুবক ভিয়াতোস্লাভ ফুরসিনের (Sviatoslav Fursin) সঙ্গে সেন্ট মাইকেল মনাস্টারিতে হাঁটু মুড়ে বসে বিয়ের শপথবাক্য পাঠ করছিলেন সালঙ্কারা, সুসজ্জিতা ইয়ারিনা, তখন আকাশ থেকে নেমে এসেছিল কাতারে কাতারে মিসাইল এবং বোমা, কেঁপে উঠেছিল স্বদেশ আর শহর। স্পষ্ট হয়ে গিয়েছিল এক লহমায়- রাশিয়ার বিমানবাহিনী ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করেছে প্রতিবেশী দেশের মানচিত্রে।
advertisement
তবে, ইয়ারিনা আর ফুরসিনের সম্পর্কের মানচিত্রে অপেক্ষা বড় সাম্প্রতিক নয়। বিয়ে তাঁদের হওয়ার কথা ছিল ২০২১ সালের মে মাসে, তাকে পিছিয়ে দেওয়া হয়েছিল। ফলে, বিয়ের আংটি আঙুলে গলানোর পরেই কাঁধে বন্দুকের স্ট্র্যাপ গলানো নিয়ে খুব একটা বিচলিত হননি নববধূ। ডেইলি স্টারের প্রতিবেদন অন্তত সেই কথাই বলছে। আর ইয়ারিনা বলছেন জোরগলায়- যুদ্ধের শেষে, স্বাধীন দেশে স্বামীর সঙ্গে সুখী গৃহকোণে তিনি ফিরবেনই, যদি একসঙ্গে বাঁচা নাও হয়, অন্তত একসঙ্গে যুদ্ধে মৃত্যুটাই হোক!
বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia-Ukraine War: মধুচন্দ্রিমায় নয়, বিয়ের পরে ইউক্রেনের এই দম্পতি গেলেন যুদ্ধক্ষেত্রে!
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement