Rahul Gandhi on Ukraine Crisis: এই দৃশ্য অত্যন্ত উদ্বেগজনক... ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের তাড়াতাড়ি ফেরানোর আর্জি রাহুল গান্ধির

Last Updated:

একটি ভিডিও শেয়ার করে এদিন রাহুল গান্ধি ট্যুইট করেন, ‘বাঙ্কারে ভারতীয় ছাত্রদের এই ছবি উদ্বেগজনক’।

Photo: Twitter
Photo: Twitter
নয়াদিল্লি: ইউক্রেনে পুতিন সেনার হামলা শুরু হওয়ার পর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও পরিস্থিতির কোনও উন্নতি নেই ৷ রবিবারই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি এবং তার সমাধান নিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে দু’দেশ। বেলারুসে বসবে সেই আলোচনা। তবে তাতে ইউক্রেনে রুশ সেনার দাপাদাপি এক অংশও কমেনি ৷ বরং রাজধানী কিভের উদ্দেশে আবার নতুন করে যাত্রা শুরু করেছে আরও বেশি সংখ্যায় রাশিয়ার সেনাবাহিনী ৷ উপগ্রহ চিত্রে যা ধরাও পড়েছে (Rahul Gandhi on Ukraine Crisis) ৷
ইউক্রেনে আটকে থাকা হাজার হাজার ভারতীয় পড়ুয়ারাই এখন ভারতের কাছে সবচেয়ে চিন্তার বিষয় ৷ অনেক অসুবিধার মধ্যেই রোমানিয়ার সীমান্তের কাছে দিন কাটছে তাঁদের ৷ আকাশপথে রাশিয়ার যুদ্ধবিমান গর্জন তুলেছে। এই আবহে বহু সাধারণ নাগরিকের প্রাণ সংশয় দেখা দিয়েছে। ইউক্রেনের নাগরিকদেরই সঙ্গে বহু ভারতীয় এখন বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে বিভিন্ন মহল থেকে আর্তি উঠেছে। এবার এই ইস্যুতে সরকারের কাছে আবেদন জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও। ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করে রাহুল গান্ধি লিখেছেন, যতটা সম্ভব তাড়াতাড়ি ভারতীয় পড়ুয়াদের ইউক্রেন থেকে দেশে ফিরিয়ে আনুক ভারত সরকার ৷ খুব অসহায় অবস্থায় ওখানে দিন কাটছে ওদের ৷
advertisement
advertisement
advertisement
এক ভিডিও শেয়ার করে এদিন রাহুল গান্ধি ট্যুইট করেন, ‘‘বাঙ্কারে ভারতীয় ছাত্রদের এই ছবি উদ্বেগজনক।  আমি তাঁদের উদ্বিগ্ন পরিবারের সদস্যদের পাশে আছে। ছাত্র-ছাত্রীদের পরিবারদের এই ভিডিও না দেখাই ভাল ৷ পাশাপাশি আমি ভারত সরকারকে জরুরি ভিত্তিতে উদ্ধারকাজ কার্যকর করার জন্য আবেদন জানাচ্ছি। আমরা আমাদের নিজেদের মানুষদের এভাবে ফেলে রাখতে পারি না ৷ ’’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi on Ukraine Crisis: এই দৃশ্য অত্যন্ত উদ্বেগজনক... ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের তাড়াতাড়ি ফেরানোর আর্জি রাহুল গান্ধির
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement