British Man Climbs Mount Everest 16th Time: আজীবন অন্যের সাহায্য নিয়ে হাঁটতে হবে, ভবিষ্যদ্বাণীকে উড়িয়ে ১৬ বার মাউন্ট এভারেস্ট জয়!

Last Updated:

Climbing Mount Everest: কেনটনের যখন মাত্র ২২ বছর বয়স, তখন রক ক্লাইম্বিং করতে গিয়ে দুর্ঘটনায় পড়েন তিনি।

Kenton Cool
Kenton Cool
#নেপাল: অন্যের সাহায্য ছাড়া আর জীবনে হাঁটতে পারবেন না, এমনটাই ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন চিকিৎসকরা। সেই আশঙ্কাকে বুড়ো আঙুল দেখিয়ে একবার নয় দু’বার নয়, ১৬ বার বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গে আরোহন করলেন কেনটন কুল। একজন ব্রিটিশ পর্বতারোহী কেনটন কুল এই নিয়ে ১৬ বার সফলভাবে মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন। নেপালি মানুষ ছাড়া তিনিই প্রথম ব্রিটিশ নাগরিক যিনি এই রেকর্ড গড়লেন। এত চরম উচ্চতায় পৌঁছনো বিপজ্জনক কাজ। পর্বতারোহীরা হাজারো ঝুঁকি ও বিপত্তির সম্মুখীন হন এবং এই কৃতিত্ব অর্জন করতে গিয়ে অনেকেই প্রাণও হারান।
শুধুমাত্র যে নেপালিরাই মাউন্ট এভারেস্টকে জয় করতে পারে সেই মিথও ভেঙে দিয়েছেন কেনটন কুল। ৪৮ বছর বয়সে এই সাহস এবং ইচ্ছা অনেকেরই থাকে না। কেনটনের যখন মাত্র ২২ বছর বয়স, তখন রক ক্লাইম্বিং করতে গিয়ে দুর্ঘটনায় পড়েন তিনি। দুর্ঘটনার পরে চিকিৎসকরা জানিয়েছিলেন আর কখনই অন্যের সাহায্য ছাড়া তিনি হাঁটতে পারবেন না। কিন্তু কেনটন দমে যাওয়ার পাত্রই নন।
advertisement
advertisement
একাধিক অস্ত্রোপচার এবং থেরাপির মাধ্যমে তিনি বছরের পর বছর চিকিৎসকদের ভবিষ্যদ্বাণীকে অস্বীকার করে গিয়েছেন এবং মাউন্ট এভারেস্টের শিখর ছুঁয়েছেন। অবশ্য এত কিছুর পরেও হাঁটুতে দীর্ঘস্থায়ী ব্যথা অনুভব করেন কেনটন।
সমস্ত শারীরিক ও মানসিক বাধা অতিক্রম করে, কেনটন কুল তাঁর স্বপ্নকে মরতে দেননি। ১৬ বার অসাধ্য সাধন করেছেন তিনি। ১৬ বার মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ব্রিটিশ হিসাবে নিজের একটি নতুন পরিচয় তৈরি করেছেন এই পর্বতপ্রেমী।
advertisement
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণের জন্য মে মাসকেই সেরা সময় এবং পছন্দের সময় হিসাবে বিবেচনা করা হয়। নেপাল সরকার চলমান মরসুমে এভারেস্ট আরোহণের জন্য ৩১৬ টি পারমিট জারি করেছে। কেনটন কুল হলেন প্রথম ব্রিটিশ গাইড যিনি একজন আরোহীকে বিশ্বের দ্বিতীয়-সর্বোচ্চ পর্বত শৃঙ্গ K2-এর চূড়ায় নিয়ে যান।
বাংলা খবর/ খবর/বিদেশ/
British Man Climbs Mount Everest 16th Time: আজীবন অন্যের সাহায্য নিয়ে হাঁটতে হবে, ভবিষ্যদ্বাণীকে উড়িয়ে ১৬ বার মাউন্ট এভারেস্ট জয়!
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement