Lucknow Name Being Changed to Laxmanpuri: বদলে যেতে চলেছে লখনউয়ের নাম? নতুন নাম নিয়ে যোগীর ট্যুইটে শুরু জোর জল্পনা!

Last Updated:

UP CM Yogi Adityanath: লখনউতে ইতিমধ্যেই রামের ভ্রাতা লক্ষ্মণকে উৎসর্গ করে একটি বিশাল মন্দির তৈরি করা হচ্ছে।

#লখনউ: নামে কী আসে যায় থেকে বদলে নামেই আসে যায়-তে আস্থা উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের। নাম পরিবর্তনের ধারা তাই এখনও অক্ষুণ্ণ। এবার হয়তো বদলে যেতেও পারে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের! মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি ট্যুইট রাজ্যের রাজধানী লখনউয়ের নাম পরিবর্তন নিয়ে জল্পনার জন্ম দিয়েছে। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লখনউতে স্বাগত জানিয়ে একটি ট্যুইটে যোগী লিখেছেন, “শেষাবতার ভগবান লক্ষ্মণ কি পাওয়ান নগরী লখনউ মে আপকা স্বাগত অউর অভিনন্দন।”
advertisement
আর এই ট্যুইটের ফলে লখনউয়ের নাম পরিবর্তন করে নাকি এবার লক্ষ্মণপুরী করা হবে, এমনই বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। লখনউতে ইতিমধ্যেই রামের ভ্রাতা লক্ষ্মণকে উৎসর্গ করে একটি বিশাল মন্দির তৈরি করা হচ্ছে। এর আগে একাধিকবার লখনউয়ের নাম পরিবর্তন করে লখনপুরী বা লক্ষ্মণপুরী করার দাবি তুলেছেন বিজেপি নেতারা। লখনউতে ইতিমধ্যেই লক্ষ্মণের নামে বেশ কয়েকটি ল্যান্ডমার্ক রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল লক্ষ্মণটিলা, লক্ষ্মণপুরী এবং লক্ষ্মণ পার্ক।
advertisement
যোগী আদিত্যনাথ সরকার তার আগের মেয়াদে এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ এবং ফৈজাবাদের নাম পরিবর্তন করে অযোধ্যা করেছিল। এর ফলে সুলতানপুরকে বদলে কুশভবনপুর, আলিগড়কে পালটে হরিগড়, মইনপুরীকে মায়ানপুরী, সম্বলকে পৃথ্বীরাজ নগর বা কল্কি নগর, ফিরোজাবাদকে চন্দ্রনগর এবং দেওবন্দকে দেবরান্দ সহ বেশ কয়েকটি জেলার নাম পরিবর্তনের দাবি বেড়েছে।
advertisement
যদিও কর্মকর্তারা জানিয়েছেন, এখনও লখনউ বা অন্য কোনও শহরের নাম পরিবর্তন করার বিষয়ে কোনও প্রস্তাব তাঁদের জানা নেই।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Lucknow Name Being Changed to Laxmanpuri: বদলে যেতে চলেছে লখনউয়ের নাম? নতুন নাম নিয়ে যোগীর ট্যুইটে শুরু জোর জল্পনা!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement