Howrah News: একটানা ৩১ ঘণ্টা অতল সমুদ্রে থেকে ইংলিশ চ্যানেল ডবল জয় করল রিমো 

Last Updated:

Howrah News: প্রতিবন্ধকতার বেড়াজাল কাটিয়ে ইংলিশ চ্যানেল ডবল জয় করল বাংলার রিমো সাহা, এই কৃতিত্ব বাঙালি হিসেবে প্রথম রিমোর ঝুলিতে

+
একটানা

একটানা ৩১ ঘণ্টা অতল সমুদ্রে থেকে ইংলিশ চ্যানেল ডবল জয় করল রিমো 

হাওড়া: ইংলিশ চ্যানেল ডবল জয় করল বাংলার রিমো সাহা। আর এই কৃতিত্ব বাঙালি হিসেবে প্রথম রিমোর ঝুলিতে। মোটেও সহজ নয় ইংলিশ চ্যানেল পার করা, তার উপর ইংলিশ চ্যানেল ডবল। নানা বাধা-বিপত্তির সঙ্গে লড়াই করে, ঘণ্টার পর ঘণ্টা অতল সমুদ্রে কাটানো, যা মারাত্মক চ্যালেঞ্জই বটে।
একদিকে প্রবল ঠাণ্ডা জল, অন্যদিকে জেলিফিশ, ডলফিনের আধিক্য, সঙ্গে হাওয়ার দাপট — এমনই প্রতিকূল পরিবেশে একটানা একত্রিশ ঘন্টা ইংলিশ চ্যানেলের বুকে সাঁতার কেটে নজির গড়লের হাওড়ার সাঁতারু রিমো সাহা। প্রথম বাঙালি হিসাবে ইংলিশ চ্যানেল ডাবলস পারাপারের অনন্য নজির গড়লেন রিমো। রিমো ছোটো থেকেই শারীরিকভাবে বিশেষ সক্ষম। পোস্ট পোলিও সমস্যার জেরে তাঁর পায়ে সমস্যা রয়েছে। তবু সে নিজের লক্ষ্যে অটুট।
advertisement
advertisement
রিমো আগেই ইংলিশ চ্যানেল পারাপার করেছেন। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে নর্থ চ্যানেল পারাপার সহ নানা কৃতিত্ব। তবে এবার তার লক্ষ্য ছিল প্রথম বাঙালি হিসাবে ইংলিশ চ্যানেলস ডাবলস ক্রস করা। অর্থাৎ ইংলিশ চ্যানেলে সাঁতার কেটে ইংল্যান্ড থেকে ফ্রান্স গিয়ে ফের ইংল্যান্ডে ফিরে আসা। এই স্বপ্ন নিয়েই দিনকয়েক আগেই ইংল্যান্ড উড়ে গিয়েছিল রিমো। সেখানে সাময়িক অনুশীলন সেরে ভারতীয় সময় মঙ্গলবার সকাল আটটায় ইংল্যান্ডের শেক্সপিয়ার বিচ থেকে ইংলিশ চ্যানেলে নামেন রিমো।
advertisement
একদিকে প্রবল ঠাণ্ডা জল, অন্যদিকে জেলিফিস, ডলফিনের দাপট, এরইমাঝে ঘন্টার পর ঘন্টা সাঁতার কেটে রিমো পৌঁছে যান ফ্রান্সের উইজার্ডে। উইজার্ড ছুঁয়ে রিমো ফের পাড়ি দেন ইংল্যান্ডের উদ্দেশ্যে।
advertisement
দীর্ঘ একত্রিশ ঘণ্টা সাঁতার কেটে অবশেষে ভারতীয় সময় বুধবার দুপুর তিনটে নাগাদ ইংল্যান্ডের ডোভার ক্লিফে পৌঁছে প্রথম বাঙালি হিসাবে ইংলিশ চ্যানেল ডাবলস পারাপারের অনন্য নজির গড়লেন রিমো। নিজের লক্ষ্য পূরণ করে ইংলিশ চ্যানেলের পারে ত্রিবর্ণ রঞ্জিত ভারতমাতার জাতীয় পতাকা হাতে রিমো সাহা।
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: একটানা ৩১ ঘণ্টা অতল সমুদ্রে থেকে ইংলিশ চ্যানেল ডবল জয় করল রিমো 
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement