Crime News: ২০ টাকা নিয়ে বচসা! যুবকের ক্ষতবিক্ষত দেহ মিলল রেললাইনে

Last Updated:

Crime News: ধনরাজের পরিবারের অভিযোগ, অশোক ধনরাজকে দেখে নেওয়া হবে বলে হুমকি দিয়ে যায়। নিহতের পরিবারের তরফে দাবি করা হয়েছে মাত্র ২০ টাকা নিয়ে বিবাদের জেরেই খুন করা হয়েছে।

মাত্র ২০ টাকা নিয়ে বিবাদের জেরেই খুন করা হয়েছে
মাত্র ২০ টাকা নিয়ে বিবাদের জেরেই খুন করা হয়েছে
চিত্রকূট: রেললাইনের ধার থেকে পাওয়া গিয়েছিল এক যুবকের দেহ। আত্মহত্যা না কি খুন তা নিয়ে ধন্দে পুলিশ।  অভিযোগ উঠছে মাত্র ২০ টাকার জন্য খুন করা হয়েছে ওই যুবককে। মধ্যপ্রদেশের চিত্রকূট জেলার ঘটনা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেললাইনের উপর ওই যুবকের মৃতদেহ পাওয়া যায়। তারপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিন্তু মৃত্যুর কারণ নিয়ে ধন্দ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরই মধ্যে নিহতের পরিবারের তরফে দাবি করা হয়েছে মাত্র ২০ টাকা নিয়ে বিবাদের জেরেই খুন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে নিহতের নাম ধনরাজ। তিনি স্থানীয় শিবরামপুর চৌকি এলাকার তারাভ গ্রামের বাসিন্দা। ধনরাজের পরিবারের অভিযোগ, ওই গ্রামেরই বাসিন্দা অশোক যাদব ২০ টাকার জন্য এই ঘটনা ঘটিয়েছেন।
advertisement
advertisement
পরিবারের দাবি, দিন পাঁচেক আগে ওই গ্রামেরই বাসিন্দা অশোক যাদব নামে এক যুবক ধনরাজের কাছ থেকে ২০ টাকা ধার নিয়েছিলেন। ঘটনার একদিন আগে ধনরাজ তাঁর কাছে ২০ টাকা ফেরত চাইতে যান। কিন্তু টাকা ফেরত দেওয়ার বদলে অশোক যাদব তাঁকে গালিগালাজ করতে থাকেন বলে অভিযোগ। এই সময় বচসা বাড়তে বাড়তে হাতাহাতিতে গড়িয়ে যায়। সেই সময় এলাকার বাসিন্দারাই মধ্যস্থতা করে দু’জনকে সরিয়ে দেন। কিন্তু ধনরাজের পরিবারের অভিযোগ, তখনই অশোক তাঁকে দেখে নেওয়া হবে বলে হুমকি দিয়ে যায়।
advertisement
এলাকায় ধনরাজ একটি জলখাবারের দোকান চালাতেন। ওই সন্ধ্যায় তিনি দোকান বন্ধ করে বাড়ি ফিরে গেলেও, পরের দিনের জন্য কেনাকাটা করতে বেরোন একটু রাত করে। গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় খুঁজতে বের হয় পরিবারের লোকজন।
advertisement
পরে জিআরপি থানার পুলিশ রেললাইনের পাশ থেকে ধনরাজের লাশ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে শিবরামপুর ফাঁড়ির পুলিশ।
পুলিশ জানিয়েছে, দেহ রেল পুলিশের হাত থেকে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সুপার বৃন্দা শুক্লা বলছেন, নিহতের পরিবারের তরফে খুনের অভিযোগ পাওয়া গিয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: ২০ টাকা নিয়ে বচসা! যুবকের ক্ষতবিক্ষত দেহ মিলল রেললাইনে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement