Hooghly News: পণ্যবাহী লরির ধাক্কা স্কুটিতে, মর্মান্তিক পরিণতি শিক্ষিকার

Last Updated:

স্কুটি করে স্কুলে যাওয়ার সময় পণ্যবাহী লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল স্কুল শিক্ষিকার

পুরশুড়া: স্কুল ‌যাওয়ার পথে পণ্যবাহী লরির ধাক্কায় প্রাণ হারালেন শিক্ষিকা। টিংকু মালিক (৩০) নামে ঐ শিক্ষিকা স্কুটি চালিয়ে স্কুলে যাচ্ছিলেন। সেই সময় পুরশুাড়ার সামন্ত রোড এলাকায় পিছন থেকে একটি পণ্যবাহী লরি এসে সজোরে তাঁর স্কুটিতে ধাক্কা মারে। স্থানীয়রা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। কি চিকিৎসা চলাকালীন‌ই মৃত্যু হয় ওই স্কুল শিক্ষিকার।
স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে দুর্ঘটনার বিকট শব্দ শুনে তাঁরা ছুটে আসেন। দেখেন রাস্তার উপর পড়ে আছেন ওই শিক্ষিকা। দ্রুত তাঁকে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসা চলাকালীনই টিংকু মালিকের মৃত্যু হয়। ওই শিক্ষিকার বাড়ি পুরশুাড়াতেই। প্রতিদিনের মতো এদিনও তিনি স্কুটি চালিয়ে রসুলপুর ভি কে প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। ওই স্কুলেই শিক্ষকতা করতেন টিংকু মালিক।
advertisement
advertisement
গোটা ঘটনায় শোকে ভেঙে পড়েছে ওই শিক্ষিকার পরিবার। তাঁরা পুলিশের থেকে খবর পান দুর্ঘটনা ঘটেছে। দ্রুত আরামবাগ মেডিকেল কলেজে ছুটে আসেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। পরিজনদের সামনেই প্রয়াত হন ওই শিক্ষিকা। এদিকে এই দুর্ঘটনার ফলে দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুরশুড়া থানার পুলিশ।
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: পণ্যবাহী লরির ধাক্কা স্কুটিতে, মর্মান্তিক পরিণতি শিক্ষিকার
Next Article
advertisement
Bangladesh Leader: ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার! বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার বার্তা
‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার!
  • ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব’

  • ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে আশ্রয় দিক বাংলাদেশ

  • হুমকিমূলক ভাষণ বাংলাদেশের নেতা হাসনাত আবদুল্লাহর

VIEW MORE
advertisement
advertisement